পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: শুভেন্দুকে জেরা নয় কেন ? নিজাম প্যালেসে দাঁড়িয়েই প্রশ্ন 'রয়্যাল বেঙ্গলের' - তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

প্রায় সাড়ে ন'ঘণ্টা ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ আর জেরা শেষ হতেই, কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : May 20, 2023, 10:31 PM IST

Updated : May 20, 2023, 10:57 PM IST

শুভেন্দুকে জেরা নয় কেন, প্রশ্ন অভিষেকের

কলকাতা, 20 মে: কখনও নাম করে, কখনও নাম না-করে ৷ নিজাম প্যালেস থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শনিবার একের পর এক তির ছুড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সঙ্গে, এদিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ আগেও একথা বললেও, তাৎপর্যপূর্ণভাবে নিজাম প্যালেসে দাঁড়িয়েই এদিন নরেন্দ্র মোদি, অমিত শাহের নাম নিয়েও আক্রমণ শানালেন অভিষেক ৷

এদিন প্রায় সাড়ে ন'ঘণ্টা ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ সকাল সাড়ে 11টার কিছু আগে নিজাম প্যালেসের 14 তলায় উটে যান অভিষেক ৷ এরপর থেকেই নীচে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের সঙ্গেই অপেক্ষা করতে থাকেন অভিষেকের নিরাপত্তারক্ষীরাও ৷ শেষ পর্যন্ত দুপুর গড়িয়ে রাত প্রায় দশটার কিছু আগে নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসেন অভিষেক ৷ আর নিজাম প্যালেসের গেটে দাঁড়িয়েই একের পর এক শ্লেষবাক্য ছুঁড়ে দিয়েছেন অভিষেক ৷ আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি অভিযোগ করেন, নারদাকাণ্ডে সিবিআইয়ের এফআইআরে শুভেন্দু অধিকারীর নাম থাকলেও, তাঁকে একবারও ডেকে জিজ্ঞাসাবাদ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এমনকী অমিত শাহের ছেলে জয় শাহকেও কেন জেরা করবে না সিবিআই, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক ৷ এদিন তার ব্যাখ্যাও অভিষেক নিজেই দিয়েছেন ৷ তাঁর কথায়, ''সে (শুভেন্দু অধিকারী) ক্যামেরার সামনে টাকা নেবে, তাঁর নামে এফআইআর হবে, অথচ তাঁকে ডাকবে না সিবিআই ৷ আমি বশ্যতা স্বীকার করিনি বলে আমার পিছনে ইডি, সিবিআই !''

তিনি আরও বলেন, ''ধমকানো, চমকানোর চেষ্টা হচ্ছে ৷ আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না ৷ রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে থাকব ৷ দিল্লির বশ্যতা স্বীকার করব না ৷ রাজনৈতিক দলের নির্দেশে এসব হচ্ছে ৷ বিজেপির তল্পিবাহকতা করি না তাই এভাবে বারবার ডাকা হচ্ছে ৷''

এদিন সিবিআইয়ের প্রশ্নের প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিষেক ৷ তাঁর সাফ দাবি, এদিন সিবিআই যে প্রশ্নমালা নিয়ে তাঁকে জেরা করেছে, তার 90 শতাংশ প্রশ্নই ফালতু ৷ এমনকী এদিন অভিষেককে কয়েক জনের নাম বলা হয় সিবিআইয়ের তরফে ৷ অভিষেকের দাবি, যাদের নাম সিবিআই অফিসাররা শুনিয়েছেন তাঁকে, তার মধ্যে অধিকাংশ পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদের লোক ৷ এরপরই তিনি শুভেন্দুর প্রতি ইঙ্গিত দিয়ে জানান, তৃণমূলের তৎকালীন পূর্ব মেদিনীপুরের দায়িত্বে ছিলেন বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা ৷ সুতরাং তাঁর সঙ্গে এই নিয়োগ দুর্নীতির যোগসূত্রই খুঁজতে চাইলেন অভিষেক ? সে কথাই কী তিনি সিবিআইকে বলেছেন ? তার উত্তর অবশ্য খোলসা করে বলেননি অভিষেক ৷ বরং তিনি বিজেপির দিকে আঙুল তুলে বলেন, ''দিল্লির বিজেপির নির্দেশে কাজ করছে সিবিআই, ইডি ৷ নারদায় মূল অভিযুক্ত বিজেপিতে ৷ বিজেপির জন্য এক আইন, তৃণমূলের জন্য আরেক আইন ! সব চোর দুর্নীতিগ্রস্ত বিজেপিতে ৷ একজনকেও ডাকা হয়েছে ? অমিত শাহকে সিবিআই ডেকেছে ?''

আরও পড়ুন:নবজোয়ার যাত্রা ভাঙতেই ডাকাডাকি, সাড়ে 9 ঘণ্টার জেরা শেষে হুঙ্কার অভিষেকের

Last Updated : May 20, 2023, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details