পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 29, 2022, 2:19 PM IST

Updated : Aug 29, 2022, 5:58 PM IST

ETV Bharat / state

Abhishek Slams Shah কয়লা বা গরু নয়, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি, শাহকে নিশানা অভিষেকের

কয়লা বা গরু নয়, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি ৷ অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে তোপ দেগে এ কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Slams Shah)৷

Abhishek Banerjee slams Amit Shah over dynasty politics in TMCP foundation day celebration
কয়লা বা গরু নয়, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি, শাহকে নিশানা অভিষেকের

কলকাতা, 29 অগস্ট:কোনও কয়লা বা গরু কেলেঙ্কারি নয়, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন (TMCP foundation day celebration) উপলক্ষে আয়োজিত সভামঞ্চ থেকে এই ভাষাতেই অমিত শাহকে (Amit Shah) নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Slams Shah)৷

গত কয়েকদিন ধরেই দেখা গিয়েছে যে, কয়লা পাচার ও গরু পাচার কাণ্ডে রাজ্যের শাসকদলের নেতাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ৷ গ্রেফতার হয়েছেন দলের দুই দোর্দণ্ডপ্রতাপ নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল ৷ ঘোরাফেরা করছে আরও কয়েকটি নাম ৷ ক্রমেই ছড়াচ্ছে তদন্তের জাল ৷ যার ফলে দুর্নীতি প্রশ্নে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷

তবে তার পাল্টা জবাব দিয়ে বারবার কয়লা ও গরু পাচার কাণ্ডের যাবতীয় দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে ঠেলে দিয়েছেন তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতারা ৷ খনি ও সীমান্তের নিরাপত্তার দায়িত্ব যেহেতু থাকে বিএসএফ ও সিআইএসএফ-এর মতো কেন্দ্রীয় বাহিনী, তাই এই দুই কেলেঙ্কারির দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বলে অভিযোগ করা হয়েছে শাসকদলের তরফে ৷ এ বার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের সভা থেকে সরাসরি এই নিয়ে শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:জাতীয় পতাকা নিতে অস্বীকার, অভিষেকের নিশানায় অমিত পুত্র

দুর্নীতি প্রশ্নে অভিযোগের অভিমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ঘুরিয়ে দিয়ে তিনি এ দিন বলেন, "এই বিএসএফ ও সিআইএসএফ-এর নাকের ডগা দিয়ে গরু পাচার ও কয়লা পাচার হয় ৷ আর দোষ এসে পড়ে তৃণমূলের ঘাড়ে ৷ এটাকে বলছো তৃণমূলের কেলেঙ্কারি ? এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি ৷ এই টাকা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরেও যায় ৷ আসলে তৃণমূল বিজেপির কাছে মাথা নত করছে না ৷ তাই এই আক্রমণ ৷ তৃণমূল সবসময় মানুষের কাছে মাথা নত করে ৷ বিজেপির কাছে মাথা নত করবে না ৷ এই দল যত কাটবে, তত বাড়বে ৷"

এ দিন অভিষেক আরও বলেন, "সারা দেশে জিতছে বিজেপি ৷ একমাত্র বাংলায় এসেই তাদের বিজয়রথ আটকে যাচ্ছে ৷ বাংলার মানুষ বিজেপিকে হারিয়ে দিচ্ছে, তাই বাংলা নিয়ে এত জ্বালা ৷ বাংলাকে এত বদনাম ৷"

Last Updated : Aug 29, 2022, 5:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details