কলকাতা, 14 অক্টোবর: তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্রের উৎসব সংখ্যার উদ্বোধনে এসে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নাম না করে কড়া আক্রমণ করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এ দিন এই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বলতে শোনা গিয়েছে, যাঁরা একসময় বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যকে আক্রমণ করে বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁরাই আজকে বাংলায় দুর্গাপুজো উদ্বোধন করতে আসছেন ৷ এটাই বাংলার দুর্গাপুজোর জয় ।
এ দিন এই বক্তব্যের মাঝে একবারও অমিত শাহের নাম মুখে আনেননি অভিষেক । তবে নজরুল মঞ্চে উপস্থিত আমজনতার একথা বুঝতে অসুবিধা হয়নি, এই আক্রমণ আদতে কার উদ্দেশ্য ছিল । কারণ, এই বাংলার মাটিতে এসেই অতীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সরকার বাংলায় দুর্গাপুজো হতে দেয় না । মনে করা হচ্ছে, এ দিন তারই পালটা জবাব দিলেন অভিষেক ।