পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: বাংলায় দুর্গাপুজো হয় না বলেও উদ্বোধনে আসছেন, নাম না করে অমিত শাহকে নিশানা অভিষেকের - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Abhishek Banerjee Slams Amit Shah: শনিবার মহালয়ার দিন প্রকাশিত হয় তৃণমূল কংগ্রেসের মুখপত্রের উৎসব সংখ্যার ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 7:43 PM IST

কলকাতা, 14 অক্টোবর: তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্রের উৎসব সংখ্যার উদ্বোধনে এসে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নাম না করে কড়া আক্রমণ করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এ দিন এই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বলতে শোনা গিয়েছে, যাঁরা একসময় বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যকে আক্রমণ করে বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁরাই আজকে বাংলায় দুর্গাপুজো উদ্বোধন করতে আসছেন ৷ এটাই বাংলার দুর্গাপুজোর জয় ।

এ দিন এই বক্তব্যের মাঝে একবারও অমিত শাহের নাম মুখে আনেননি অভিষেক । তবে নজরুল মঞ্চে উপস্থিত আমজনতার একথা বুঝতে অসুবিধা হয়নি, এই আক্রমণ আদতে কার উদ্দেশ্য ছিল । কারণ, এই বাংলার মাটিতে এসেই অতীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সরকার বাংলায় দুর্গাপুজো হতে দেয় না । মনে করা হচ্ছে, এ দিন তারই পালটা জবাব দিলেন অভিষেক ।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এবার এই সন্তোষ মিত্র স্কোয়ারের রামমন্দির তৈরি করছে । ওই পুজোর আয়োজক বিজেপির নেতা সজল ঘোষ । আগামী 16 তারিখ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন তিনি । সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে অমিত শাহকেই নিশানা করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । এ দিন দলীয় মুখপত্র উৎসব সংখ্যার উদ্বোধন মঞ্চ থেকে তাকেই পালটা দিলেন অভিষেক ।

এই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি ধর্ম, মত, জাতি নির্বিশেষে সবাইকে অনুরোধ করব এই ক’টাদিন সকলে মিলে আনন্দ করুন । মায়ের কাছে আমি প্রার্থনা করছি৷ অশুভ শক্তি বিনাশ আর শুভ শক্তির উদয় হোক । মুছে যাক সকল গ্লানি, সকল শোক । মা দুর্গার কৃপায় সর্বত্র শান্তি স্থাপিত হোক ।’’

আরও পড়ুন:কলকাতায় ‘রামমন্দির’ উদ্বোধনে আসছেন অমিত শাহ !

ABOUT THE AUTHOR

...view details