কলকাতা, 6 অক্টোবর: রাতেই ঘোষণা করেছিলেন যতক্ষণ না পর্যন্ত রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন ততক্ষণ ধরনা মঞ্চ ছাড়বেন না । সেই মতো বৃহস্পতিবার রাতভর ধরনা মঞ্চেই কাটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে 'রাজভবন চলো' ডাক দিয়েছিলেন তৃণমূল সাংসদ। এবার রাজ্যে বসেই বাংলার দাবি আদায়ে জোরদার লড়াই শুরু করেছেন তিনি। তারই অংশ হিসাবে ধরনা মঞ্চে রাত কাটালেন তিনি। রাতের দিকে ধরনা মঞ্চে এলেন স্ত্রী রুজিরাও। তবে তিনি মঞ্চে ওঠেননি।
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ধরনা মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে । হয়েছে দেশাত্মবোধক গানও । প্রসঙ্গত, এদিনই দিল্লি থেকে সরাসরি উত্তরবঙ্গে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকেই আবার তিনি চলে যান দিল্লি । ফলে এদিন সকাল পর্যন্ত তাঁর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ হয়নি । কাজেই ধরনা চলছে। অভিষেক ঘোষণা করেছেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত এই ধরনা কর্মসূচি চলবে। আরও পড়ুন : রাজ্যপাল-শূন্য রাজভবনে যাবে তৃণমূল ! বিরোধীদের বক্তব্য 'নাটক চলছে'