কলকাতা, 2 অক্টোবর: গান্ধির স্লোগানকেই সামনে রেখেই চলবে প্রতিবাদ কর্মসূচি, বার্তা অভিষেকের। স্পষ্ট জানালেন 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' মনোভাব নিয়েই চলবে দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি । সাধারণ মানুষের দাবি, আদায়ের কর্মসূচিতে দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই দাবি আদায়ের শেষ পর্যন্ত লড়বেন তিনি । রবিবার রাতে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের বাড়িতে যে বৈঠক হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, বাধা এলেও লড়াই চলবে । এক্ষেত্রে ডু অর ডাই নীতি নিয়ে চলবে তৃণমূল ।
গতকাল রাতে তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "নবজোয়ার কর্মসূচির সময় অসংখ্য মানুষ আমাকে বলেছে 100 দিনের কাজের টাকা চাই । 100 দিনের কাজের টাকা যে কেন্দ্রীয় সরকার দেয় সেটাই জানত না সাধারণ মানুষ । তাদের বুঝিয়েছি সত্যিটা কী ! বুঝিয়েছি রাজ্য সরকার বা রাজ্যের শাসকদলের সীমাবদ্ধতা কোথায় । কিন্তু এটাও বাস্তব তৃণমূল স্তরে থাকা আমাদের বিধায়ক পঞ্চায়েত সদস্যরা সাধারণ মানুষকে বোঝাতে পারেননি বাস্তবটা কী ! এরই সুযোগ নিয়েছে বিজেপি । আমরা আশাবাদী আমাদের লড়াইয়ে, মানুষের কাছে প্রকৃত তথ্য পৌঁছবে । রাজ্যের মানুষ জানবে কে তাদের বঞ্চিত করেছে ৷ তাই এই লড়াইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ । বাংলার মানুষের জন্য এই লড়াইটা যে কোনও মূল্যে আমাদের লড়তে হবে । বাধা আসলেও তা লড়তে হবেই ।"