পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee on TMC Protest: গান্ধির 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' স্লোগানেই হবে দিল্লির ধরনা,স্পষ্ট করলেন অভিষেক - দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ

দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির বিষয়ে 'ডু অর ডাই' মনোভাব নিয়ে চলার কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার রাতের বৈঠকে এমনই বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 1:21 PM IST

কলকাতা, 2 অক্টোবর: গান্ধির স্লোগানকেই সামনে রেখেই চলবে প্রতিবাদ কর্মসূচি, বার্তা অভিষেকের। স্পষ্ট জানালেন 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' মনোভাব নিয়েই চলবে দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি । সাধারণ মানুষের দাবি, আদায়ের কর্মসূচিতে দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই দাবি আদায়ের শেষ পর্যন্ত লড়বেন তিনি । রবিবার রাতে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের বাড়িতে যে বৈঠক হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, বাধা এলেও লড়াই চলবে । এক্ষেত্রে ডু অর ডাই নীতি নিয়ে চলবে তৃণমূল ।

গতকাল রাতে তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "নবজোয়ার কর্মসূচির সময় অসংখ্য মানুষ আমাকে বলেছে 100 দিনের কাজের টাকা চাই । 100 দিনের কাজের টাকা যে কেন্দ্রীয় সরকার দেয় সেটাই জানত না সাধারণ মানুষ । তাদের বুঝিয়েছি সত্যিটা কী ! বুঝিয়েছি রাজ্য সরকার বা রাজ্যের শাসকদলের সীমাবদ্ধতা কোথায় । কিন্তু এটাও বাস্তব তৃণমূল স্তরে থাকা আমাদের বিধায়ক পঞ্চায়েত সদস্যরা সাধারণ মানুষকে বোঝাতে পারেননি বাস্তবটা কী ! এরই সুযোগ নিয়েছে বিজেপি । আমরা আশাবাদী আমাদের লড়াইয়ে, মানুষের কাছে প্রকৃত তথ্য পৌঁছবে । রাজ্যের মানুষ জানবে কে তাদের বঞ্চিত করেছে ৷ তাই এই লড়াইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ । বাংলার মানুষের জন্য এই লড়াইটা যে কোনও মূল্যে আমাদের লড়তে হবে । বাধা আসলেও তা লড়তে হবেই ।"

দিল্লিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচির গুরুত্ব বোঝাতেই 'ডু অর ডাই' এই শব্দ বন্ধ ব্যবহার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে তিনি স্পষ্টবার্তা দিয়েছেন, তৃণমূল কংগ্রেস দিল্লিতে শক্তি প্রদর্শনের জন্য যায়নি । যায়নি মারপিট করার জন্য । কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও কিছু বলার নেই তৃণমূলের । কিন্তু 20 জন মানুষের জন্য গোটা রাজ্যের মানুষের অর্থ আটকে রাখা যায় না, বলেছেন অভিষেক । অতীতেও তৃণমূল কংগ্রেস গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করতে চেয়েছিল । তিনি সময় দিয়েও দেখা করেননি । তাই এবার শুধু দেখা করতে আমরা আসিনি । প্রয়োজনের ডু অর ডাই মানসিকতা নিয়ে বাংলার মানুষের জন্য লড়াই করতে এসেছি । ওরা লাঠি চালাক, গুলি করুক মানুষের জন্য আন্দোলন চলবে ।

এদিন অভিষেক ছাত্র-যুবদের জব কার্ড হোল্ডারদের নিয়ে নতুন সংসদ ভবন অর্থাৎ সেন্ট্রাল ভিস্তা ঘুরিয়ে দেখানোর কথা বলেছে । যাতে তারা বুঝতে পারে তাদের ন্যায্য পাওনা না দিয়ে কেন্দ্রীয় সরকার কী করেছে । এদিন অভিষেকের বক্তব্যে বারবারই ঘুরে ফিরে মানুষের দাবি আদায়ের প্রসঙ্গ এসেছে । মূলত, এই দাবি আদায়ের শাসকদল যে অনড় তা স্পষ্ট হয়ে গিয়েছে অভিষেকের কথাতেই ।

আরও পড়ুন : কালীপুজো পর্যন্ত চলবে তৃণমূলের কর্মসূচি, জোর জল্পনা দলে

ABOUT THE AUTHOR

...view details