পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Slams Modi: দিদি, ও দিদি মন্তব্যের জন্য মোদির পদ খারিজ কেন হবে না, প্রশ্ন অভিষেকের - রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদ খারিজের দাবি তুললেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Demands Disqualification of PM Modi) ৷ শহিদ মিনারের সভা থেকে বুধবার তিনি এই দাবি তোলেন ৷

Abhishek Slams Modi
Abhishek Slams Modi

By

Published : Mar 29, 2023, 6:50 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদ খারিজের দাবি তুললেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 29 মার্চ: রাহুল গান্ধির (Rahul Gandhi) সাজাপ্রাপ্তির ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ প্রশ্ন তুললেন, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হলে প্রধানমন্ত্রীর সাংসদ পদ খারিজ কেন হবে না ? তাঁর দাবি, প্রধানমন্ত্রী বাংলার মহিলাদের অপমান করেছিলেন ৷ সেই কারণে প্রধানমন্ত্রীরও পদ খারিজ হওয়া উচিত ৷ বুধবার কলকাতার শহিদ মিনার ময়দানে তৃণমূল কংগ্রসেরে ছাত্র ও যুব সংগঠনের সভা (TMC Rally at Shahid Minar) থেকে এই দাবি তোলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

এক্ষেত্রে তিনি টেনে এনেছেন 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ ৷ সেই সময় নির্বাচনী প্রচারে এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করতে গিয়ে ‘দিদি, ও দিদি’ বলে কটাক্ষ করতেন নরেন্দ্র মোদি ৷ এদিন অভিষেক সেই প্রসঙ্গ তুলে দাবি করেছেন যে ওই মন্তব্য করে আসলে বাংলার মহিলাদের সম্পর্কে কুরুচিকর আক্রমণ করেছেন মোদি ৷ তাই তাঁর প্রশ্ন, সেই কারণে কেন প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না ?

প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনের প্রচারে কর্ণাটকের একটি সভা থেকে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ তা নিয়ে গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ফৌজদারি মানহানির মামলা দায়ের করেন ৷ সেই মামলায় গত বৃহস্পতিবার দু’বছরের সাজা হয় রাহুল গান্ধির ৷ এই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘রাহুল গান্ধির কথা সমর্থন করি না ৷ কারও ভাবাবেগের আঘাত করতে চাই না ৷’’

তবে দু’বছরের কারাদণ্ড হওয়ায় রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়েছে ৷ এই নিয়ে আগেই টুইট করে প্রতিবাদ করেছেন অভিষেক ৷ এদিন শহিদ মিনারের মঞ্চ থেকে আবার ওই ইস্যুতে প্রতিবাদ করেন ৷ তিনি বলেন, ‘‘তিনদিন আগে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়েছে ৷ আমরা বিরোধিতা করেছি৷ শুধু রাহুল গান্ধি নন, অন্য কেউ হলেও প্রতিবাদ করব ৷’’

আরও পড়ুন:আগামিদিনে দিল্লিতেও আন্দোলন করব, কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details