পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Slams Modi: দিদি, ও দিদি মন্তব্যের জন্য মোদির পদ খারিজ কেন হবে না, প্রশ্ন অভিষেকের

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদ খারিজের দাবি তুললেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Demands Disqualification of PM Modi) ৷ শহিদ মিনারের সভা থেকে বুধবার তিনি এই দাবি তোলেন ৷

Abhishek Slams Modi
Abhishek Slams Modi

By

Published : Mar 29, 2023, 6:50 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদ খারিজের দাবি তুললেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 29 মার্চ: রাহুল গান্ধির (Rahul Gandhi) সাজাপ্রাপ্তির ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ প্রশ্ন তুললেন, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হলে প্রধানমন্ত্রীর সাংসদ পদ খারিজ কেন হবে না ? তাঁর দাবি, প্রধানমন্ত্রী বাংলার মহিলাদের অপমান করেছিলেন ৷ সেই কারণে প্রধানমন্ত্রীরও পদ খারিজ হওয়া উচিত ৷ বুধবার কলকাতার শহিদ মিনার ময়দানে তৃণমূল কংগ্রসেরে ছাত্র ও যুব সংগঠনের সভা (TMC Rally at Shahid Minar) থেকে এই দাবি তোলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

এক্ষেত্রে তিনি টেনে এনেছেন 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ ৷ সেই সময় নির্বাচনী প্রচারে এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করতে গিয়ে ‘দিদি, ও দিদি’ বলে কটাক্ষ করতেন নরেন্দ্র মোদি ৷ এদিন অভিষেক সেই প্রসঙ্গ তুলে দাবি করেছেন যে ওই মন্তব্য করে আসলে বাংলার মহিলাদের সম্পর্কে কুরুচিকর আক্রমণ করেছেন মোদি ৷ তাই তাঁর প্রশ্ন, সেই কারণে কেন প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না ?

প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনের প্রচারে কর্ণাটকের একটি সভা থেকে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ তা নিয়ে গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ফৌজদারি মানহানির মামলা দায়ের করেন ৷ সেই মামলায় গত বৃহস্পতিবার দু’বছরের সাজা হয় রাহুল গান্ধির ৷ এই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘রাহুল গান্ধির কথা সমর্থন করি না ৷ কারও ভাবাবেগের আঘাত করতে চাই না ৷’’

তবে দু’বছরের কারাদণ্ড হওয়ায় রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়েছে ৷ এই নিয়ে আগেই টুইট করে প্রতিবাদ করেছেন অভিষেক ৷ এদিন শহিদ মিনারের মঞ্চ থেকে আবার ওই ইস্যুতে প্রতিবাদ করেন ৷ তিনি বলেন, ‘‘তিনদিন আগে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়েছে ৷ আমরা বিরোধিতা করেছি৷ শুধু রাহুল গান্ধি নন, অন্য কেউ হলেও প্রতিবাদ করব ৷’’

আরও পড়ুন:আগামিদিনে দিল্লিতেও আন্দোলন করব, কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details