কলকাতা, 11 সেপ্টেম্বর: আগামী 13 সেপ্টেম্বর (বুধবার) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ তিনি সেদিন ইডি-র কাছে হাজিরা দেবেন বলে সোমবার নিশ্চিত করে জানিয়েছেন ৷ এই নিয়ে সংবাদসংস্থা পিটিআই যখন তাঁকে প্রশ্ন করে, তখন উত্তরে তিনি শুধু বলেন, ‘‘হ্যাঁ ৷’’
রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্য়োপাধ্যায় জানিয়েছিলেন যে তাঁকে আগামী 13 সেপ্টেম্বর ইডি হাজিরা দিতে বলেছে ৷ সেখানে তিনি লেখেন, "ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক 13 সেপ্টেম্বর দিল্লিতে হবে, যেটিতে আমি একজন সদস্য । কিন্তু ইডি সুবিধাজনকভাবে আমাকে ঠিক একই দিনে তাদের সামনে হাজির হওয়ার জন্য এখনই একটি নোটিশ পাঠিয়েছে ! কেউ অবাক না হয়ে পারবেন না যে এটাই 56 ইঞ্চি ছাতির মডেলের ভীরুতা এবং শূন্যতার উদাহরণ ৷"
ঘটনাচক্রে ওইদিনই নয়াদিল্লিতে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক রয়েছে ৷ মুম্বইয়ের বৈঠকে যে সমন্বয় কমিটি তৈরি হয়েছে, ওই কমিটিই বুধবার বৈঠকে বসতে চলেছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে সমন্বয় কমিটির সদস্য ৷ তাই সেই বৈঠকে তাঁর থাকার কথা ছিল ৷ তৃণমূল সূত্রে খবর, ইডি অফিসে যাওয়ার কারণে অভিষেক ওই বৈঠকে থাকবেন না ৷
উল্লেখ্য, স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইডি সম্প্রতি কলকাতায় 'লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড'-এর অফিসে তল্লাশি অভিযান চালায় ৷ পরে ইডির বিবৃতিতে জানানো হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সংস্থার সিইও ৷ সেই তল্লাশির কয়েক সপ্তাহের মধ্য়েই অভিষেককে নোটিশ পাঠিয়েছে ইডি ৷