পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: 'আমার লুকোনোর কিছু নেই', 6000 পাতার রিপোর্ট জমা করে বললেন অভিষেক - প্রতিহিংসার রাজনীতি

Abhishek Banerjee in CGO Complex: সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়ে প্রায় ছয় হাজার পাতার নথি ইডির হাতে তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন তিনি ফের বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছেন ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 12:31 PM IST

Updated : Nov 9, 2023, 2:01 PM IST

সিজিও কমপ্লেক্সে অভিষেক

কলকাতা, 9 নভেম্বর:এক ঘণ্টাতেই শেষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ । সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন । সেখান থেকে বেরোলেন 12.08 মিনিটে ৷ এযাবৎকালের সবচেয়ে কম সময়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি । এ দিন 6000 পাতার নথি ইডি দফতরে জমা দিয়েছেন বলে জানিয়েছেন অভিষেক ।

অতীতে যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে দীর্ঘক্ষণ চলেছে সাওয়াল জবাব । এ দিন অবশ্য তেমনটা হয়নি । এক ঘণ্টার মধ্যে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । অভিষেক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, "আমাকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ আমার আইনজ্ঞরা বলেছিলেন, নথি পাঠিয়ে দিলেই হবে ৷ কিন্তু আমার লুকোনোর কিছু নেই ৷ সেই কারণেই যতবার আমাকে ডাকবে আসব ৷ তদন্তে সহযোগিতা করব ৷"

সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এ দিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা বলেছেন তা হল, "আমাকে যখনই ডাকা হয়েছে আমি সহযোগিতা করেছি । লাস্ট যে সমনটা পেয়েছি তাতে খুব কম সময় ছিল । কিছু ডকুমেন্টস আমার কাছ থেকে চাওয়া হয়েছিল । ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী একটা সেটআপ অফ ডকুমেন্টস 10 অক্টোবর জমা করেছিলাম । সেটা দেখার পর তারা আবার একটা সমন জারি করে, কিছু ডকুমেন্টস চেয়ে পাঠায়, তার সঙ্গে আমাকে নিজে সশরীরে উপস্থিত থাকার জন্য সমন দেওয়া হয় । এর ভিত্তিতেই আজকে আমি এসেছি । গত 17 অক্টোবর হাইকোর্টের একটা অর্ডার ছিল । সেখানে মিডিয়ার জন্য কিছু গাইডলাইন ছিল । তাই আমি মিডিয়ায় কিছু বলছি না । আমাকে যখন যেখানে ডেকেছে, আমি গিয়েছি ৷ আগামী দিনে যখন ডাকবে আমি আসব ।"

আরও পড়ুন:শিক্ষক দুর্নীতি মামলায় তলব ইডির, সিজিও কমপ্লেক্সে অভিষেক

এ প্রসঙ্গে এ দিন কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের কথাও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "গত 22 সেপ্টেম্বরের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তাতে বলা হয়েছে, ইডি এখনও কোনও প্রমাণ অভিষেকের বিরুদ্ধে দিতে পারেনি আদালতে ৷ ডিভিশন বেঞ্চ বলেছিল, নথি দেখে মনে হলে হাজিরা দিতে বলবে ৷ সেই নির্দেশকে অজুহাত করে আমি আজ না আসতে পারতাম ৷ কিন্তু আমি নৈতিকভাবে তদন্তে সাহায্য করতে চাই ৷" তবে তাঁকে বারবার তলবকে বিজেপির প্রতিহিংসার রাজনীতি বলে এ দিন ফের তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তিনি বলেন, "আপনারা লড়াই করতে পারছেন না বলে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছেন ৷ আমার বিরুদ্ধে কিছু থাকলে আদালতে পেশ করুন ৷ ফাঁসির মঞ্চ বানান, আমার দোষ প্রমাণ করতে পারলে আমি ফাঁসিতে ঝুলে পড়ার জন্য তৈরি আছি ৷"

অভিষেক জানিয়েছেন, "নির্দিষ্ট যে তথ্যগুলি আমার কাছ থেকে চাওয়া হয়েছিল, যে ডকুমেন্টস সাবমিট করতে বলা হয়েছিল, আজকে আমি জমা করেছি । প্রায় 6000 পাতার রিপ্লাই আজকে আমি সাবমিট করেছি । এর ভিত্তিতে আবার যদি মনে করে আমাকে ডাকবে, ডাকতে পারে । আমি বলে এসেছি সম্পূর্ণ সাহায্য করব ।"

অভিষেকের কথায়, "নবজোয়ার বৈঠকের মাঝে আমাকে ডাকা হয়েছিল, আমি এসেছি । ইন্ডিয়ার কোঅর্ডিনেশন বৈঠকের মাঝেও আমাকে ডাকা হয়েছিল ৷ সেদিনও আমি এসেছি । 3 অক্টোবর আমাকে একটা নোটিশ সার্ভ করা হয়েছিল, সে সময় আমি বলেছিলাম যেহেতু আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে আমি যাব না । পরবর্তীতে নয় অক্টোবর আরও একটা সমন দেওয়া হয় । তবে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেটি অপ্রাসঙ্গিক হয়ে যায় । দুদিন আগে আমাকে নোটিশ দিয়ে আজকে ডাকা হয়েছে, আমি এসেছি । 11টায় ডাকা হয়েছিল 11টাতেই আমি এসেছি ।"

Last Updated : Nov 9, 2023, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details