কলকাতা, 6 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে রাজ্যপালের ভূমিকাকে চরম কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি সরাসরি দাবি তুললেন সিভি আনন্দ বোসের মতো দক্ষ, যোগ্য, গণতন্ত্রের প্রতি আগাধ প্রজ্ঞা থাকা মানুষের বাংলার থেকে বেশি প্রয়োজন মণিপুরের । অবিলম্বে তাঁকে মণিপুরে পাঠানো হোক ৷
নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । নির্বাচনী হিংসা নিয়ে বারবার কড়া বার্তা দিয়েছেন তিনি । কখনও ছুটে গিয়েছেন ভাঙড়, কখনও ক্যানিং, আবার কখনও তাঁর গন্তব্য হয়েছে সুদূর কোচবিহার । বারবারই তিনি নির্বাচন পর্বে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে, হিংসাকে বরদাস্ত নয় । যেখানেই হিংসা হবে তিনি পাশে দাঁড়াবেন ।
যদিও রাজ্যের শাসকদলকে এই নিয়ে বারবার পালটা আক্রমণ করতে দেখা গিয়েছে । শাসক দলের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে যে, রাজ্যপাল রামফ্রন্টের চেয়ারম্যান । এ দিন খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচারের শেষ পর্বে হাতের কাছে পেয়ে রাজ্যপাল নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা । জবাবে তাঁকে আপন ধর্ম স্মরণ করালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । স্পষ্ট ভাষায় তিনি বলেন, "উনি কনস্টিটিউশনাল কাস্টোডিয়ান । 100 দিনের কাজে বাংলার মানুষ বঞ্চিত । এই আইন সংসদের অভ্যন্তরে পাশ হয়েছে । আইন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা আটকে রাখতে পারে না । রাজ্যপালকে কি একবারও দেখা গিয়েছে দিল্লিতে গিয়ে বলতে, বাংলার মানুষের টাকা আটকে রয়েছে । আপনারা ব্যবস্থা নিন । আপনারা রাজ্যপালকে কি দেখেছেন, এই যে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার 80 জন মারা গেল তাঁদের কারও বাড়ি গিয়ে তিনি দেখা করেছেন ! কারণ এই জায়গাগুলিতে নির্বাচনের ফায়দা তোলার কোনও জায়গা ছিল না ।"