নয়াদিল্লি ও কলকাতা, 3 অক্টোবর: কেন্দ্রের বিজেপি সরকারকে 'জমিদারের সরকার' বলে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার, একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে রাজঘাটে ধরনা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তৃণমূলের মন্ত্রী, সাংসদ ও নেতারা ৷ তাঁদের সেখান থেকে গায়ের জোরে বের করে দেয় পুলিশ ৷ এমনকী অভিষেককে সাংবাদিক বৈঠকের মাঝেই বাধা দেয় পুলিশ ৷
এরপর এদিন গভীর রাতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আজ রাজঘাটে যা হল তা অত্যন্ত হতাশার ৷ গান্ধিজয়ন্তীতে বিজেপির অত্যাচারী জমিদার সরকারের শাসনকালে আমাদের সাংসদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে ৷ অথচ এই দিনটি গান্ধিজির শান্তি, অহিংসা এবং স্বরাজের নীতিতে উৎসর্গীকৃত ৷"
তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড পোস্টের সঙ্গে একটি ভিডিয়োও শেয়ার করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে পুলিশ এক ব্যক্তিকে বারবার ধাক্কা দিচ্ছে ৷ ডায়মন্ডহারবারের সাংসদ লেখেন, "রাজঘাটে শান্তিপূর্ণ ধরনা হচ্ছিল ৷ এদিকে বিজেপি আমাদের চুপ করানোর লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ আজ দিল্লির প্রতিটি কোনায় কোনায় এবং ক্ষমতার অলিন্দে বাংলার নাম প্রতিধ্বনিত হচ্ছে ৷ এটাই মানুষের শক্তি আর জনজোয়ারের প্রতিফলন ৷ ন্যায়বিচারের জন্য আমাদের লড়াই আরও শক্তিশালী হবে ৷"