পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে অভিষেক

Abhishek Banerjee: সম্প্রতিতে বারংবার বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই সুপ্রিম কোর্টের কাছে তৃণমূল সাংসদ অভিষেকের আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক। তাই এবার বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতে অভিষেক
Abhishek Banerjee-Abhijit Gangopadhyay

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 9:33 PM IST

Updated : Jan 11, 2024, 9:41 AM IST

কলকাতা, 10 জানুয়ারি: অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমে বারংবার সরব হতে দেখা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এজলাসের ভিতরে মামলা নিয়ে তো তিনি মন্তব্য করছেনই, একইসঙ্গে এজলাসের বাইরেও তাঁকে নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন সংবাদমাধ্যমে। ফলত এবার বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুভ করেছেন অভিষেক। একইসঙ্গে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকেও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরানোর আর্জি জানিয়েছেন তিনি।

মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, একটা নির্দিষ্ট বেঞ্চ গঠন করা হোক প্রয়োজনে সেখানেই নিয়োগ সংক্রান্ত সব মামলার শোনা হোক। আসলে যেভাবে আদালতের বাইরে অভিষেককে নিয়ে মন্তব্য করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতে রীতিমতো ক্ষুব্ধ অভিষেক। সে কারণেই তাঁর আর্জি বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। সম্প্রতিতে বারংবার বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই সুপ্রিম কোর্টের কাছে তৃণমূল সাংসদ অভিষেকের আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক।

উল্লেখ্য, কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংবাদমাধ্যমের সামনেই বিচারপতি প্রশ্ন করেন, একজন নেতা হিসাবে অভিষেকের সম্পত্তির উৎস কী? সাংসদ কি তাঁর সম্পত্তির হিসাব দেবেন, তিনি কি তাঁর সম্পত্তির হিসাব সমাজমাধ্যমে পোস্ট করবেন, এমনই কিছু মন্তব্য করেছিলেন বিচারপতি। তিনি বলেন, "সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই, কার কত সম্পত্তি আছে। কে কত সম্পত্তি করেছেন? কার কতটা সম্পত্তির উৎস কী?"

তারপরে এদিন অর্থাৎ বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেকের শীর্ষ আদালতে যাওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবারই প্রথম নয় এর আগেও বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতে গিয়েছিলেন অভিষেক। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরানো হয় নিয়োগ সংক্রান্ত মামলা। এবার সংসদের আবেদনের সাড়া দিয়ে শীর্ষ আদালত আদৌ কোনও সিদ্ধান্ত নেয় কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

  1. শাহজাহান শেখের নামে খুনের অভিযোগ নিয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী
  2. হাইকোর্টে চলছে মামলা, তারমধ্যেই নকশালবাড়ির গ্রামে জলের সমস্যা মেটাতে ট্যাঙ্ক পাঠানোর নির্দেশ মমতার
  3. অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডসের 8 সম্পত্তি বাজেয়াপ্ত করে মিলেছে 7.5 কোটি, হাইকোর্টে জানাল ইডি
Last Updated : Jan 11, 2024, 9:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details