কলকাতা, 18 মে: বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে সিবিআই-ইডি-র জিজ্ঞাসাবাদে সম্মতি ও 25 লাখ টাকা জরিমানার নির্দেশের বিরুদ্ধে আজ দৃষ্টি আকর্ষণ করা হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে যে, তিনি নিজে অথবা অন্য কোনও ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে মামলার শুনানি করা হোক ।
আজ সকালেই বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের আবেদন খারিজ করে তাঁদের মোট 50 লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল । সেই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে আপিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ প্রধান বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন এবং দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন ।
বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার আপিল হওয়ার কথা রয়েছে । কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার এ দিন দ্বিতীয়ার্ধে বসেননি । সেই কারণেই প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় এই মামলা নিয়ে । শেষ খবর পাওয়া পর্যন্ত হাইকোর্টের ওয়েবসাইটে সমস্যা থাকার জন্য সিঙ্গল বেঞ্চের নির্দেশের কপি পেতে সমস্যা হচ্ছে । সেই জন্য ডিভিশন বেঞ্চে আপিল দায়ের করতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে । আগামিকাল অর্থাৎ শুক্রবার অভিষেকের আপিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।