কলকাতা, 1 জানুয়ারি: মুখে কিছু না-বললেও নতুন বছরের প্রথমদিন অর্থাৎ, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দিনভর চর্চায় থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ নাকি অভিমানী ৷ আসন্ন লোকসভা নির্বাচনে নিজেকে তিনি সীমাবদ্ধ রাখতে চান তাঁর সংসদীয় এলাকাতেই ৷ এমতাবস্থায় নতুন বছরের প্রথম সকালে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর মন্তব্য এবং পালটা মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য সামনে আসতেই শাসকদলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে ৷ এরইমধ্যে সোমবার সন্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর কালীঘাটের বাড়িতে গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ৷
যদিও বছরের প্রথমদিন মমতা-অভিষেক সাক্ষাৎ নতুন কোনও বিষয় নয় ৷ তবে সাম্প্রতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটাকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলতে নারাজ রাজনৈতিক মহল ৷ তবু শোনা যাচ্ছে রাজনৈতিক কোনও কারণ নয়, বছরের শুরুতে দলনেত্রীকে আশীর্বাদ নিতেই কালীঘাটের বাড়িতে ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন অভিষেকের আগে মমতার কালীঘাটের বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিমও ৷ দু'জনের মধ্যে প্রায় আধঘণ্টা কথা হয় ৷
এরপর সন্ধে ছ'টা নাগাদ অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছন বলে খবর। দু'জনের মধ্যে প্রায় দু'ঘণ্টা ধরে আলোচনা চলে ৷ আর সব দেখেশুনে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে যে, তাহলে কি আজ দিনভর যে বিষয়টি রাজ্য-রাজনীতিতে চর্চায় থেকেছে তা নিয়েই ভাইপোর সঙ্গে আলোচনা করছেন তৃণমূল নেত্রী। যদিও ঠিক কোন বিষয়ে আলোচনা চলছে, তা স্পষ্ট নয় ৷ এমনকী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে এ বিষয়ে মুখে কুলুপ অভিষেকেরও ৷
গত কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন। নিজেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে আটকে রাখার কথাও বলেছিলেন। এদিন তা নিয়েই কথা বলেন সুব্রত বক্সী। এরপর অবশ্য পালটা প্রতিক্রিয়া দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এইসব ঘটনার ঘনঘটার মধ্যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তবে কি বছরের প্রথম সাক্ষাতেই দু'জনের মধ্যে থাকা যাবতীয় মান-অভিমান মিটিয়ে নিতে চাইছেন দু'জনে। রাজনৈতিক মহল অপেক্ষায় রয়েছে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে শেষ পর্যন্ত কী বলেন অভিষেক!
আরও পড়ুন:
- অভিষেক পিছিয়ে যাবেন না, প্রতিষ্ঠা দিবসে সুব্রতের বক্তব্যে বিভাজন দেখছেন কুণাল
- টাকা নিয়ে চাকরি দেওয়া আর মায়ের মাংস খাওয়া একই জিনিস: ফিরহাদ
- তৃণমূলের 27তম প্রতিষ্ঠা দিবস, দলীয় কর্মীদের শুভেচ্ছা বার্তা মমতা-অভিষেকের