কলকাতা, 14 সেপ্টেম্বর: গতকাল বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে আগেই মামলা দায়ের করেছে পুলিশ ৷ এবার কলকাতা পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে গিয়ে পুলিশের সেই বক্তব্যই আরও জোরদার করতে চান তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহরে। দফায় দফায় পুলিশ-বিজেপি কর্মী-সমর্থকদের খণ্ডযুদ্ধের ছবি দেখা গিয়েছে। সংঘর্ষের ঘটনায় আক্রান্ত হয়েছে বেশকিছু পুলিশকর্মী। ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে লালবাজার (Lalbazar)। ইতিমধ্যেই বড়বাজার থানায় একটি এফআইআরও দায়ের করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ চলছে।
যারা আহত হয়েছেন তাঁদের মধ্যে ছিলেন মধ্য কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিত্ চট্টোপাধ্যায়, জোড়াবাগান থানার অতিরিক্ত ওসি সরফরাজ আহমেদ। মহাত্মা গান্ধী রোড ও সেন্ট্রাল অ্যাভিনিউতেও দুই পুলিশকর্মীকে ঘিরে ধরে লাঠি ও বাঁশ দিয়ে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। আতঙ্কে পুলিশকর্মীরা দূরে সরে গেলে পুলিশের গাড়িতে তিনজন আগুন লাগায় বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি বিক্ষোভকারীদের ইট এবং পাথরের আঘাতে আহত হয়েছেন কলকাতা পুলিশের বহু উচ্চপদস্থ আধিকারিকরাও। প্রসঙ্গত, এই নিয়ে আগেই সরব হয়েছিলেন অভিষেক-সহ তৃণমূলের একাধক নেতা ৷ এবার জানা গেল আহত পুলিশ কর্মীকে দেখতে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।
আরও পড়ুন:কলকাতা পুলিশের এসিকে রাস্তায় ফেলে মার, বিজেপি কর্মীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল লালবাজার