পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee in Tripura : দলীয় কর্মীদের হামলার পর আজ ত্রিপুরায় অভিষেক

পদযাত্রা বাতিল হলেও রবিবার দলীয় কর্মীদের উপর হামলার পর আজ ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিকেল 3টেয় পোলো টাওয়ার্সে সাংবাদিক বৈঠক করবেন তিনি ৷

Abhishek
Abhishek

By

Published : Nov 22, 2021, 10:06 AM IST

কলকাতা, 22 নভেম্বর : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা বাতিল করল ত্রিপুরা সরকার । তবে পদযাত্রা বাতিল করলেও তাতে আমল না দিয়ে আজ ত্রিপুরার পথে অভিষেক (Abhishek Banerjee in Tripura) ৷ তাঁর পদযাত্রা বাতিলের প্রতিবাদ জানিয়ে কুণাল ঘোষ টুইটে সরব হন ৷

টুইট করে কুণাল ঘোষ লেখেন, "অভিষেকের পদযাত্রা বাতিল করল ত্রিপুরা সরকার । চক্ষুলজ্জায় নির্দেশে বলল সবার বাতিল । কিন্তু চিঠিতেই প্রমাণিত যে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই । চিঠির বয়ানেই মানছে পুলিশ । খোদ রাজধানী আগরতলার বুকে এই অবস্থা । গুন্ডারাজ চলছে । মানুষ বিচার করবেন ।

আজ তিনি আরও একটি টুইটে লেখেন, "অভিষেকের পদযাত্রার অনুমতি বাতিল হল। আইনশৃঙ্খলার কারণে ! রাজ্য স্বীকার করছে এখানে এত খারাপ অবস্থা যে ভোট প্রচারও অসম্ভব । বাংলায় কিন্তু সবাই গিয়ে প্রচার করেছেন । ত্রিপুরার মুখ্যমন্ত্রীও গিয়েছেন । এখানে অবস্থা খুব খারাপ । গুন্ডারা ঘুরছে । আমরা পথসভার চেষ্টা করছি । তবে অভিষেক আসছে ।"

আজ পোলো টাওয়ার্সে বেলা 3টেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :Attack on Trinamool Congress in Tripura : ত্রিপুরায় দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টের পথে তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details