পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bhai Phonta 2022: বোন অগ্নিসার থেকে ফোঁটা নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাইফোঁটা

বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়ার দিন বোন অগ্নিসার থেকে ভাইফোঁটা নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee gets Phonta from his sister)৷ সদ্য চোখের অপারেশন করিয়ে বিদেশ থেকে ফিরেছেন তিনি ৷

ETV Bharat
Bhai Phonta

By

Published : Oct 27, 2022, 10:37 PM IST

কলকাতা, 27 অক্টোবর: চোখের অস্ত্রপচারের পর কালীপুজোর দিনই দেশে ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । এরপর বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোতে অংশগ্রহণ করেছিলেন তিনি । দিওয়ালির দিন সন্ধ্যায় কালীঘাট মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি । বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়ার দিন বোন অগ্নিসার থেকে ভাইফোঁটা নিলেন অভিষেক (Abhishek Banerjee gets Phonta from his sister)৷

এমনিতেই ভাইফোঁটার (Bhai Phonta) দিন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ভাইফোঁটা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিকরা সমস্ত কর্মসূচির বাইরেও এর জন্য আলাদা করে সময় রাখেন । তবে অভিষেক এই কর্মসূচির অংশ হন না । প্রতিবছরই ঘরোয়াভাবে ভাইফোটার অনুষ্ঠানে যোগ দেন তিনি । সমস্ত ভাইয়েরা মিলে বোন অগ্নিসার থেকে প্রত্যেক বছর ফোঁটা নেন ৷ ঘরোয়া ও ব্যক্তিগত পরিসরে সেই অনুষ্ঠান হয় ।

আরও পড়ুন: ফোঁটা নিতে 'দিদি'র কাছে হাজির মুকুল-কানন, নেই জেলবন্দি পার্থ

এবারও তেমনটি হয়েছে, চার দাদাকে একসঙ্গে বসিয়ে ভাইফোঁটা দিয়েছেন বোন অগ্নিসা । সে ছবি তিনি সোশাল মিডিয়াতে পোস্ট করেছেন । আর সোশাল মিডিয়ার দৌলতে তা দলীয় কর্মীদের কাছে পৌঁছেছে ৷ অভিষেকের ভাইফোঁটা নেওয়ার ছবিও পোস্ট করেছেন বহু দলীয় কর্মী (Bhai Phonta of Abhishek Banerjee) ৷

ABOUT THE AUTHOR

...view details