পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: আমেরিকায় চোখের পরীক্ষা অভিষেকের, চিকিৎসকের সঙ্গে ছবি ভাইরাল সোশালে - Abhishek Banerjee eye treatment photo

Abhishek Banerjee in USA: আমেরিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার মুহূর্তের ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ শীঘ্রই রাজ্যে ফিরে ইডির বিরুদ্ধে মামলা করতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর ৷

Abhishek Banerjee
আমেরিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : Aug 9, 2023, 4:23 PM IST

কলকাতা, 9 অগস্ট: আমেরিকার জনস হপকিনস হাসপাতালে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের পরীক্ষা। এমনটাই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে ৷ সূত্রের আরও খবর, শীঘ্রই রাজ্যে ফিরছেন অভিষেক । তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে হাঁটতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । ইতিমধ্যেই বিদেশে বসেই ইডি'র ভূমিকা নিয়ে সরব হয়েছেন তিনি ।

সম্প্রতি তাঁর চোখের পরীক্ষার মুহূর্তের একটি ছবি প্রকাশ্যে এসেছে ৷ তাতে দেখা যাচ্ছে, চিকিৎসকের পাশে বসে রয়েছেন অভিষেক । চিকিৎসক চোখের পরীক্ষার পর সেই বিষয়ে তাঁকে কিছু বোঝাচ্ছেন ৷ তবে এর আগে টাইম স্কোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় । যেখানে তাঁকে কালো সানগ্লাস পরে দেখা গিয়েছিল ৷ এরপর আবার চিকিৎসকের সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে এল । এই ছবি থেকে বোঝা যাচ্ছে অবশেষে যে উদ্দেশ্য নিয়ে আমেরিকায় গিয়েছিলেন তা সম্পন্ন হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।

প্রসঙ্গত, গত বছর অগস্ট মাসে আমেরিকাতেই চোখের অস্ত্রোপচার হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। প্রায় এক বছরের মাথায় আরও একবার সেখানে যেতে হয় তাঁকে ৷ আমেরিকাতে গিয়ে চোখের পরীক্ষা করালেন তিনি । চোখের চিকিৎসা করাতে আদালতের অনুমতি নিয়ে তবে বিদেশে পাড়ি দিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ ।

গত 26 জুলাই শীর্ষ আদালতের অনুমতি নিয়ে এমিরেটসের বিমানে সস্ত্রীক দুবাই রওনা হয়েছিলেন অভিষেক । দুবাই থেকে অভিষেক-জায়া রুজিরা ফিরে এলেও আমেরিকায় পাড়ি দেন তিনি । জনস হপকিনস হাসপাতালের চিকিৎসকদের নেতৃত্বে চলে তাঁর চক্ষু পরীক্ষা । তা শেষ হলেই দেশে ফিরবেন তিনি বলে জানা গিয়েছিল । যতদূর জানা যাচ্ছে, 20 অগস্ট দেশে ফিরেতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

আরও পড়ুন:'একদিন সত্য প্রকাশ্যে আসবেই', আমেরিকা থেকে টুইটে ইডিকে নিশানা অভিষেকের

উল্লেখ্য, 2016 সালে 19 অক্টোবর দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি । তারপর থেকেই কখনও দেশের বিভিন্ন প্রান্তে, তো কখনও দেশের বাইরে গিয়ে চোখের চিকিৎসা করিয়েছেন তিনি । জানা গিয়েছে, পরিস্থিতি এমন হয়েছিল যে তাঁর একটা চোখ নষ্ট হতে বসেছিল । ফলে আমেরিকায় গিয়ে চিকিৎসা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ।

ABOUT THE AUTHOR

...view details