পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়শ্রীরাম বললে মিষ্টি খাইয়ে রাম নাম সত্য হ্যায় বলুন : অভিষেক - AITC

নেত্রীর নির্দেশিকা আমরা অক্ষরে অক্ষরে পালন করব । গতকাল নরেন্দ্রপুরে দলীয় কর্মীসভায় একথা বলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 25, 2019, 1:43 PM IST

Updated : Jun 25, 2019, 3:10 PM IST

কলকাতা, 25 জুন : 21 জুলাইয়ের মঞ্চ থেকেই 2021 সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজাতে চলেছে তৃণমূল। গতকাল নরেন্দ্রপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে দক্ষিণ 24 পরগনা যুব তৃণমূল কংগ্রেসের বর্ধিত কর্মীসভায় সেই বার্তাই দিলেন তৃণমূল যুবর সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । সভায় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাংসদ, বিধায়করা ৷

সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, " 21 জুলাইকে সামনে রেখে 21 জুন আমরা জনসংযোগ যাত্রার শুভ সূচনা করেছি । মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে চন্দ্রকোনা থেকে শুরু হয়েছে । ইতিমধ্যেই জেলার বিভিন্ন অঞ্চলে, ব্লকে ব্লকে সেই জনসংযোগ যাত্রা শুরু হয়েছে ৷ কিন্তু মাথায় রাখবেন এই জনসংযোগ 310টি অঞ্চলেই আমাদের আগামী দিনে করতে হবে মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ করে, সংঘবদ্ধ করে সকলে সাথে নিয়ে আমাদের বৃহত্তর আন্দোলনে ঝাঁপানোর লক্ষ্যে আগামী দিনে নামতে হবে। এবং আপনারা সকলে এই জনসংযোগ যাত্রা করবেন, 21 জুলাইকে সামনে রেখে মমতা ব্যানার্জীর দাবিকে সামনে রেখে যে গণতন্ত্র ফিরিয়ে দাও EVM নয় ব্যালট ফেরাও এটাই হচ্ছে আমাদের আগামী দিনের পথ চলার মূল মন্ত্র , এবং নেত্রীর নির্দেশিকা, সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব । "

লোকসভা নির্বাচনের ফলের নিরিখে দক্ষিণ 24 পরগনা স্বস্তি দিয়েছে জোড়া ফুল শিবিরকে । দলীয় কর্মীদের অভিষেক বলেন, " যেখানে আমাদের ফল ভালো হয়নি অনেকেই বলে তৃণমূল কংগ্রেস নাকি সেখানে কাজ করবে না । যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন বা যারা আমাদের বিপক্ষে ভোট দিয়েছেন, দলের দরজা সবার জন্য খোলা । উন্নয়নের স্বাদ থেকে কেউ বঞ্চিত হবেন না । এটা 34 বছরের CPI(M)-এর সরকার না, যে লোকাল কমিটি আর জ়োনাল কমিটিকে দিয়ে লিখিয়ে আনতে হবে তারপর হাসপাতালে অ্যাডমিশন হবে, তারপর রাস্তা হবে, তারপর হাসপাতালে ভরতি হবে, তারপর পুলিশ কেসের বিচার হবে, এটা মমতা ব্যানার্জির সরকার। এখানে CPI(M) , BJP, কংগ্রেস, তৃণমূল, নির্দল সবাই উন্নয়নের স্বাদ পাবে এবং সকলের জন্য উন্নয়নের দ্বার খোলা । এটা আমি আপনাদের আশ্বস্ত করে বলতে পারি ।"

ভিডিয়োয় দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য


বুথের ফলাফল নিয়ে অভিষেক বলেন, " যেখানে আমাদের যে যে বুথগুলোতে ফলস্বরূপ আশানুরূপ আমরা ফল করতে পারিনি একটা পর্যালোচনার প্রয়োজন । এবং পর্যালোচনা করে সেই বুথে আগামীদিন দলকে শক্তিশালী করার দায়িত্বটা আপনারা যাঁরা রয়েছেন আপনাদের সকলের । যিনি অঞ্চলের দায়িত্বে আছেন অঞ্চল সামলান, যিনি ব্লকের দায়িত্বে আছেন ব্লক সামলান, যিনি জেলার দায়িতেব আছেন জেলা সামলান, যিনি বুথের দায়িত্বে আছেন সেই বুথ সামলান অতন্দ্র প্রহরীর মত রক্ষা করুন, সৈনিকের মত লড়াই করুন । বুথের নেতাকে অঞ্চলের নেতা হতে হবে না, অঞ্চলের নেতাকে ব্লক ঘুরে ব্লকের নেতা হতে হবে না, ব্লকের নেতাকে জেলা ঘুরে জেলার নেতা হতে হবে না ।"


লোকসভার ভোটের ফলপ্রকাশের পর রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পঠভূমিতে দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর পরামর্শ, " মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করুন, তিনি মুখ্যমন্ত্রী হয়ে 23টা জেলা প্রতিবছর 5-6বার করে দাপিয়ে বেড়িয়েছেন। তিনি একজন নারী হয়ে, একজন মুখ্যমন্ত্রী হয়ে, একজন দলনেত্রী হয়ে, এক জন মহিলা হয়ে যদি 23 টা জেলা ঘুরে বেড়াতে পারে, চষে বেড়াতে পারে , SP, DM, IC, OC, BDO সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে । আপনি অঞ্চল সভাপতি হয়ে আপনার অঞ্চলে 15 টা বুথ 20টা বুথ আপনি কেন যাবেন না এই জবাব তো আপনাকে দিতে হবেই । আপনি ব্লকের দায়িত্বে রয়েছেন, আপনার ব্লকে মিউনিসিপালিটি রয়েছে , 10 টা অঞ্চল রয়েছে আপনি কেন যাবেন না, আপনাকে রোজ যেতে হবে, মিটিং করতে হবে।"

এদিকে কেউ জয়শ্রীরাম বললে তাকে মিষ্টি খাইয়ে "রাম নাম সত্য হ্যায়" বলার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, "কেউ জয়শ্রীরাম বললে আপনি সেদিকে এগোবেন না । এদের মিষ্টি খাওয়ান । আর বলুন, রাম নাম সত্য হ্যায় ।" তিনি অভিযোগ তোলেন রাজ্যে ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসের পথ নিচ্ছে ৷ ধর্মের নামে বাংলা ভাগের চেষ্টা করছে ৷ শান্তি ও উন্নয়নকে হাতিয়ার করেই BJP-কে রোখার ডাক দেন তিনি ৷

ভিডিয়োয় দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

কাটমানি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন," জনগণের জন্য সরকারিভাবে যে টাকা বরাদ্দ করা হয় তা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে ৷ দলের কিছু লোক ভেবেছিল চুরি করে তারা পার পেয়ে যাবে ৷ দিল্লির হাত ধরে তারা বাঁচার চেষ্টা করছে ৷ তারাই এখন BJP-তে যাচ্ছে ৷ সরকারি টাকা নয়ছয় করলে কেউ পার পাবে না । কারও কোনও অভিযোগ থাকলে তারা তা দলনেত্রীর কাছে জানান ৷ অভিযোগ সত্য প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে ৷ "


BJP-র বিরুদ্ধে সরাসরি সংঘাতের বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের বলেন, " যে যে ভাষায় বোঝেন তাঁকে সেই ভাষায় জবাব দিতে হবে । যেখানে রবীন্দ্রসংগীতে কাজ হবে সেখানে রবীন্দ্রসংগীত বাজাতে হবে ৷ যেখানে রবীন্দ্রসংগীতে কাজ হবে না সেখানে ডিজে বাজাতে পিছপা হবেন না ৷ হিংসা ছড়িয়ে তৃণমূল কংগ্রেসকে রুখে দেওয়া যাবে না ৷" হিংসা ছড়ানোর চেষ্টা করলে সেই ব্যক্তিকে বাড়িতে তালা-চাবি বন্ধ করে রাখার হুমকি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

এদিকে ভাটপাড়ায় সন্ত্রাস প্রসঙ্গে BJP-র ঘাড়েই দোষ চাপালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন," ভাটপাড়ার সাংসদ BJP-র, বিধায়ক BJP-র, পৌরসভাও BJP-র । তারপরও তারা অশান্তি করছে ৷ তৃণমূলের জেতা জায়গায় অশান্তি করতে এলে তা কড়া হাতে রোখা হবে ৷ প্রয়োজনে রক্ত দিয়ে রোখা হবে তা ৷ ভিনরাজ্য থেকে লোক এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, আমরা কিছুতেই বাংলাকে অশান্ত হতে দেব না । "

অভিষেকের অভিযোগ BJP ও CPI(M) নেতারা সব এক । CPI(M)-এর কোনও নেতা যেমন BJP কোনও নেতার বিরুদ্ধে কোনও অভিযোগ করেন না, তেমনই BJP-র কোনও নেতা CPI(M)-র কোনও নেতার বিরুদ্ধে কিছু বলেন না ৷ এই দুই দলকে আগামী বিধানসভা নির্বাচনে একসাথে জোট করে লড়ার আহ্বান করেন তিনি ৷ তারপরও তারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না বলে মন্তব্য করেন তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি ৷

Last Updated : Jun 25, 2019, 3:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details