কলকাতা, 29 সেপ্টেম্বর: আগামী 3 অক্টোবর ইডি অফিসে হাজিরা দিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেই দিন দিল্লিতে দলের ধরনা কর্মসূচিতেই থাকবেন ৷ নিজেই এ কথা জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ ৷
নবজোয়ারের সময় সব কর্মসূচি ছেড়ে তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকের সময়ও । তবে এ বার তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডাকে সাড়া দিচ্ছেন না । শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে সরাসরি অভিষেক জানিয়ে দিলেন, এ বার আর হাজিরা দিচ্ছেন না তিনি । বরং আগামী দুই এবং তিন অক্টোবর দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ।
এ দিন অভিষেক জানিয়েছেন, রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে তাঁর লড়াই জারি রয়েছে । বাংলার বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে কোনও শক্তি তাঁকে আটকাতে পারবে না । ফলে এ দিন অভিষেকের এই বার্তা থেকে স্পষ্ট যে, দুই এবং তিন অক্টোবর দিল্লিতেই থাকবেন অভিষেক । এ বার আর তদন্তের সহযোগিতার ইচ্ছা থাকলেও ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না তিনি ।
শুক্রবার টুইটারে অভিষেক লিখেছেন, "বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পাওনা আদায়ের দাবিতে লড়াই চলবে । এই লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ । ক্রমাগত বিচ্ছিন্নভাবে আমাদের বাধা দেওয়ার চেষ্টা হলেও আদতে তাতে কোনও লাভ হবে না । বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াই থেকে আমাকে বিরত করার শক্তি কারও নেই । দিল্লিতে দুই এবং তিন অক্টোবরের কর্মসূচিতে আমি যোগ দেব । ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক ।"
প্রসঙ্গত, গতকাল ইডির সমন প্রকাশ্যে আসার পরই এই নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল শাসক শিবিরে । শাসক দল তৃণমূল কংগ্রেসের ছোট-বড়-মেজো নেতারা সবাই এক সুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের বিরোধিতা করেছিলেন । সবচেয়ে বড় কথা, যেভাবে পূর্ব ঘোষিত কর্মসূচির দিন অভিষেককে নোটিশ দেওয়া হয়, সেই ঘটনায় তৃণমূল নেতারা বিজেপির অঙ্গুলিহেলনই দেখছিলেন । কুণাল ঘোষ থেকে শুরু করে পার্থ ভৌমিক, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা স্পষ্ট ভাষায় বলেছিলেন, আদতে এ সবের মাধ্যমে অভিষেককে টার্গেট করা হচ্ছে । বিজেপি রাজনৈতিক ময়দানে না পেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে ।
আরও পড়ুন:নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব, 3 অক্টোবর হাজিরার নির্দেশ ইডির
এই পরিস্থিতিতে গোটা রাজ্যের মানুষও জানতে চেয়েছিল, যে আন্দোলনের ডাক দিয়েছিলেন অভিষেক, তিনি নিজে শেষ পর্যন্ত ইডির ডাকে সাড়া দিতে গিয়ে কি সেই আন্দোলনে অনুপস্থিত থাকবেন ? শুক্রবার অভিষেক স্পষ্টভাবে জানিয়ে দিলেন কোনওভাবেই বিজেপির চাপের কাছে মাথা নোয়াবেন না তিনি । সোশাল মিডিয়ায় স্পষ্ট বার্তায় জানিয়ে দিলেন যে, দিল্লির ধরনায় তিনি থাকছেন ।