কলকাতা, 17 মার্চ: এবার ছাত্র-যুবদের নিয়ে আপদকালীন সমাবেশের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে তৃণমূল যুব ও ছাত্র পরিষদের সভা হত 28 অগস্ট ৷ কারণ এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সংগঠন গঠিত হয় । তবে এবার রাজ্যের পরিস্থিতি দেখে নির্ধারিত সময়ের বেশ কয়েক মাস আগে 29 মার্চ সমাবেশের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee calls for Trinamool Chhatra Parishad public rally) ৷
বর্তমানে রাজ্যে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে ৷ একাধিক দুর্নীতি মামলায় জেরবার শাসকদলের নেতা, কর্মী থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী ৷ বোলপুর থেকে নাকতলা- সর্বত্র সিবিআই, ইডির নজরদারি ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সদস্যদের নাম সামনে আসছে ৷ পার্থ চট্টোপাধ্যায়ের মতো বড় নেতা গ্রেফতারও হয়েছেন । অন্যদিকে, গরুপাচার মামলায় দিল্লিতে ইডি হেফাজতে অনুব্রত মণ্ডল ৷ এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রত-কন্যা সুকন্যাকেও ডেকে পাঠিয়েছে ৷
তবে এই পরিস্থিতিতে চুপ করে বসে নেই তৃণমূল ৷ বিভিন্ন সাংবাদিক বৈঠকে শাসকদল বিরোধীদের বিষয়ে একাধিক অভিযোগ তুলে ধরছে ৷ তৃণমূলের পক্ষ থেকে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত ঘিরে প্রশ্ন উঠছে ৷ রাজনৈতিক মহলের ধারনা, এবার তাই রাস্তায় নেমে প্রতিবাদের পথ বেছে নিল দুর্নীতির অভিযোগে জর্জরিত দল ৷