পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: কুন্তলের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক - কুন্তলের চিঠির প্রেক্ষিতে তাঁকে জেরা করার

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ৷

Etv Bharat
হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

By

Published : May 11, 2023, 8:07 PM IST

কলকাতা, 11 মে:নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে ফের হাইকোর্টে আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন কুন্তল ঘোষ ৷ আর জেল থেকেই চিঠি লিখেছিলেন তিনি ৷ সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ অভিষেকের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে মামলার এজলাস বদল হলেও, রায়ের কোনও পরিবর্তন হয়নি ৷

কুন্তলের চিঠির প্রেক্ষিতে তাঁকে জেরা করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হবে শুক্রবার। এর আগের দিনের শুনানিতে অবশ্য অভিষেকের আইনজীবীকে ভর্ৎসনা করেন বিচারপতি সিনহা ৷ এরপর অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নিজে মামলায় যুক্ত হয়ে আবেদন করেন ৷ অভিষেকের তরফে আবেদনে জানানো হয়েছে, এই মামলায় তাঁর কোনও ভূমিকা নেই। তাই তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।

মামলার আগের দিনের শুনানিতে বিচারপতি সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে স্পষ্ট পর্যবেক্ষণে জানিয়েছিলেন, তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তাঁর ভয় কিসের? তিনি কেন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না? পাশাপাশি মামলায় যুক্ত হতে সময়ও দিয়েছিলেন বিচারপতি। শুক্রবার সেই মামলার রায় শোনানোর কথা আগেই জানিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দূর্নীতির সুত্রে পুরসভার নিয়োগ দূর্নীতিও সামনে এসেছে ৷ এর পারস্পরিক যোগসুত্রের ইঙ্গিত পাওয়ায় ইডি এবং সিবিআইয়ের আইনজীবীরা পৌরসভা নিয়োগে দুর্নীতির ব্যাপারেও তদন্তের আর্জি জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতে সন্মতিও দেন। সেই সংক্রান্ত মামলার রায়দানও হবে শুক্রবার।

অর্থাৎ পৌরসভা নিয়োগ দূর্নীতির তদন্ত সিবিআই, ইডি যেমন চালিয়ে যাচ্ছে তেমন চালাতে পারবে কিনা তাও ওইদিনই জানা যাবে। সুপ্রিমকোর্টের নির্দেশে এই দুটি মামলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। মঙ্গলবার মামলা দু'টির শুনানির পর বিচারপতি সিনহা রায়দান স্থগিত রেখেছিলেন।

আরও পড়ুন: পুলিশের তদন্তে বিস্তর গলদ, কালিয়াগঞ্জের ঘটনায় নয়া সিট গঠন হাইকোর্টের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details