পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee ED Appearance সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুরু ইডির জেরা

শুক্রবার নির্ধারিত সময়ের আগে সাড়ে দশটার খানিক পরে সিজিও কমপ্লেক্সে চলে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee enters into CGO Complex ED Office) ৷

ETV Bharat Abhishek Banerjee
ETV Bharat

By

Published : Sep 2, 2022, 11:06 AM IST

Updated : Sep 2, 2022, 12:31 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: কয়লাপাচার কাণ্ডে এর আগে দিল্লিতে দু'বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ, 2 সেপ্টেম্বর, শুক্রবার ফের ইডি আধিকারিকরদের মুখোমুখি হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ কলকাতায় ইডির অফিস সিজিও কমপ্লেক্স সূত্রে খবর, 10.40 মিনিট নাগাদ সেখানে পৌঁছন সাংসদ অভিষেক (Abhishek Banerjee appears before ED at CGO Complex ED Office Salt Lake) ।

আজ নতুন প্রশ্নের তালিকা তৈরি করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা চলছে । এছাড়া ইডির আধিকারিকেরা তাঁর বয়ান রেকর্ড করবেন বলে জানা গিয়েছে । বৃহস্পতিবার দিল্লি থেকে তিন সদস্যের বিশেষ প্রতিনিধি দল এসেছে কলকাতায় ৷

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু'বার দিল্লি গিয়ে ইডি গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন । পরে তিনি আদালতের দ্বারস্থ হয়ে আর্জি জানান, কলকাতায় ইডির অফিস আছে ৷ তা সত্ত্বেও তাঁকে কেন বারবার দিল্লিতে তলব করা হচ্ছে ? এতে আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে হলে যেন কলকাতায় ইডির দফতরে ডাকা হয় ।

আরও পড়ুন: ছোট্ট আয়াংশকে পাশে বসিয়ে ইডি-র প্রশ্নবাণ সামলালেন রুজিরা ! জবাবে 'নাখুশ' তদন্তকারীরা

এর মধ্যে সোমবার, 29 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP Foundation Day) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল মেয়ো রোডে ৷ সেই সভামঞ্চ থেকে মোদি সরকারকে আক্রমণ করে অভিষেক বলেন, "বিজেপি হাজার চেষ্টা করেও মমতা বন্দোপাধ্যায় পর্যন্ত পৌঁছতে পারবে না । বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকেছেন মমতা । মমতাকে কুত্‍সা করে আটকানো যাবে না। তৃণমূলের ছাত্র-যুবরাই 10 গোলে হারিয়ে দেবে ।" ডায়মন্ডহারবারের সাংসদ সেদিন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গও তোলেন । তিনি বলেছিলেন, "21 জুলাইয়ের সভার পরেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে । আজকের সভার পরেও হয়তো কাউকে গ্রেফতার করা হবে । তবে মনে রাখবেন, গ্রেফতার করে তৃণমূলকে আটকানো যাবে না ।" তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ও আশঙ্কা প্রকাশ করেছিলেন, এরপরই হয়তো কেন্দ্রীয় এজেন্সি কাউকে সমনের নোটিশ পাঠাবে, নয়তো গ্রেফতার করবে ৷

সভার পরদিন মানে 30 অগস্ট জানা যায়, ইডি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদকে 2 সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার সমন পাঠিয়েছে ৷ তাঁকে কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) আর্থিক প্রতারণা অভিযোগে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন: আত্মসমর্পণ করব না, ইডির ডাকে দিল্লি যাওয়ার আগে বার্তা অভিষেকের

Last Updated : Sep 2, 2022, 12:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details