পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Appears Before CBI: সময় মেনেই নিজামে হাজিরা অভিষেকের - Abhishek Nizam Palace News

নির্ধারিত সময় মেনে সকাল 11টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করবে সিবিআই ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : May 20, 2023, 11:13 AM IST

Updated : May 20, 2023, 12:10 PM IST

নিজাম প্যালেসে সিবিআই কার্যালয়ে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 20 মে: সময় মতো নিজাম প্যালেসে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার তাঁকে হাজিরার জন্য সমন পাঠায় সিবিআই ৷ সেই অনুযায়ী আজ সকাল 11টায় তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল ৷ শুক্রবার রাতে বাঁকুড়ার সোনামুখী থেকে কলকাতা ফিরে আসেন ৷ কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সমন পাঠিয়েছিল সিবিআই ৷

শুক্রবার তাঁকে নোটিশ দিয়ে সকাল 11টায় সিবিআইয়ের প্রধান কার্যালয় নিজাম প্যালেসে হাজিরার নোটিশ পাঠানো হয় । সেই অনুযায়ী শনিবার সকালে সিবিআই আধিকারিকরা আগে থাকতেই নিজাম প্যালেসে উপস্থিত ছিলেন ৷ অভিষেক আসার আগে নিজাম প্যালেসের বাইরে কড়া পুলিশি নিরাপত্তা চোখে পড়ে ৷ টালিগঞ্জ থানা, ভবানীপুর থানা এবং শেক্সপিয়ার সরণি থানার বিশাল পুলিশ বাহিনী নিজাম প্যালেসের বাইরে মোতায়েন করা হয়েছে ৷ এছাড়া দু'জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ এবং একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশকর্মী রয়েছেন নিজাম প্যালেসে ৷

নিজাম প্যালেসের আগে গোটা রাস্তায় কলকাতা পুলিশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ৷ নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের চিঠি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই ৷ এর জন্য একজন ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে দু'জন এসপি পদমর্যাদার আধিকারিক এবং একজন ডিএসপি পদমর্যাদার সিবিআই আধিকারিক থাকবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: নবজোয়ার ছেড়ে সোনামুখী থেকে ফিরলেন শহরে ! আজ নিজাম প্যালেসে অভিষেক

উল্লেখ্য, মার্চের শেষে শহিদ মিনারে তৃণমূলের একটি জনসভায় বক্তৃতা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি দাবি করেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই-ইডির হেফাজতে থাকা ব্যক্তিদের চাপ দেওয়া হচ্ছে ৷ তাঁদের মুখ থেকে অভিষেকের নাম বলানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জড়ানোর চক্রান্ত চলছে ৷ এরপর এপ্রিলের শুরুতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষ ইডির বিরুদ্ধে একই অভিযোগ করেন ৷ তিনি দু'দুবার- একবার ব্যাংকশাল কোর্টে, আরেকবার আলিপুর আদালতে জানান, অভিষেকের নাম বলানোর জন্য তাঁকে চাপ দিচ্ছে ইডি ৷ এ নিয়ে তিনি হেস্টিংস থানা এবং আলিপুর আদালতের বিচারকের কাছেও লিখিত অভিযোগ জমা দেন ৷ দু'জনের একই মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয় ৷

এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার কথা তোলেন ৷ রক্ষাকবচ পেতে অভিষেক সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন ৷ সেখানে সাময়িক স্বস্তি পান ৷ এর মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাংবাদিক মাধ্যমে সাক্ষাৎকার নিয়ে নতুন বিতর্ক তৈরি হয় ৷ দেশের প্রধান বিচারপতির নির্দেশে সেই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হয় ৷

এরপর কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি অমৃতার সিনহার এজলাসে অভিষেকের মামলা খারিজের আবেদন জমা পড়ে ৷ সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা ৷ বৃহস্পতিবার অভিষেকের আইনজীবীরা সিবিআই-ইডি জেরা এড়াতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে ৷ তবে সোমবার থেকে আদালতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ায় মামলা শুনতে রাজি হয়নি ডিভিশন বেঞ্চ ৷ এমনকী প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও সাফ জানিয়ে দেন, অবকাশকালীন বেঞ্চে আবেদন জানাতে পারেন অভিষেক ৷ তাই কোনও ভাবেই সিবিআইয়ের জেরা থেকে রেহাই পাননি অভিষেক ৷

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কুন্তল ঘোষ হুগলির তৃণমূল যুবনেতা ছিলেন ৷ তাই একসময়ের তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে অভিষেকের সম্পর্ক কী ? কুন্তলের চিঠির সূত্র ধরে তা জানতে চায় সিবিআই ৷ ইতিমধ্যে দিল্লি থেকে সিবিআই-এর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সমন্বয় সাধন করে নিজাম প্যালেসের সিবিআই আধিকারিকরা প্রশ্নের তালিকা তৈরি করেছেন বলে জানা গিয়েছে ৷

আজ জিজ্ঞাসাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হবে ৷ তাঁকে জেরা করে পাওয়া তদন্তকারীরা যে উত্তর পাবেন, তা অভিযুক্ত কুন্তল ঘোষের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা ৷ এমনকী ক্রস কোশ্চেন করা হতে পারে বলেও জানা গিয়েছে ৷ মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর বিরুদ্ধে একটি চিঠি লিখে বলেছিলেন তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুন: 'বিজেপির টার্গেট আমার পরিবার', অভিষেককে নোটিশ দিতেই গর্জন মমতার

Last Updated : May 20, 2023, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details