কলকাতা, 3 অক্টোবর: ইডির তদন্তের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ এমনই দাবি করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করতে অনুমতি দিয়েছে ।
মঙ্গলবার তাঁর ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল । বিচারপতি অমৃতা সিনহা ইডিকে কড়া ভাষায় জানিয়েছিলেন, 3 অক্টোবরের তদন্ত যেন কোনও ভাবে ব্যাহত না হয় । কিন্তু দলীয় কর্মসূচিতে অভিষেক এখন দিল্লিতে রয়েছেন । একইসঙ্গে, হাজিরা এড়াতে তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ।
বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদীয় কুমারের ডিভিশন বেঞ্চ অবশ্য জানতে চায়, অভিষেক এর আগেও হাজিরা দিয়েছেন, তাহলে এখন সমস্যা কোথায় ? উত্তরে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত যুক্তি দেন, "সিঙ্গল বেঞ্চ তদন্তে তত্ত্বাবধান করতে পারে । কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না ।" পাশাপাশি যে নথি ইডি অভিষেকের কাছে চেয়েছে, তা দেওয়ার জন্য তাঁকে কিছুটা সময় দিতে হবে বলে জানান তৃণমূল সাংসদের আইনজীবী ৷ একইসঙ্গে, তিনি বলেন, অভিষেক একজন জনপ্রতিনিধি । নিজের দলীয় কাজে তিনি এখন দিল্লিতে রয়েছেন ।
ইডির তরফে এ দিন জানানো হয়, তাঁর কোনও ভয় নেই । তাঁকে শুধু সহযোগিতা করতে বলা হয়েছে । 27 সেপ্টেম্বর তাঁকে সমন পাঠানো হয়েছে । অভিষেকের আইনজীবী কিশোর দত্ত বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তাঁর প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় কর্মসূচি থাকে । দিল্লিতে তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচিতেই তিনি অংশগ্রহণ করেছেন ।