কলকাতা, 31 অগস্ট:ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেকের আইনজীবী । বিচারপতি আগামিকাল এই মামলা শুনবেন । আজকের আবেদন এবং আগের মামলার মধ্যে কোনও যোগ আছে কি না তা দেখা হবে । আদালত সন্তুষ্ট হলে তবে মামলার শুনানি হবে ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ইডির মামলা ইসিআইআর খারিজের দাবিতে যে মামলা করা হয়েছে, 5 অগস্ট তার রায় দেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । তার আগেই 'লিপ্স অ্যান্ড বাউন্ডস' মামলায় সেখানকার সিইও অভিষেককে নিয়ে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের পর নতুন করে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার আশংকা তৈরি হয়েছে । সেই কারণে ইডির তল্লাশিতে এই কোম্পানি থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তা সামনে আনার আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
গত সোমবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে প্রাথমিক নিয়োগে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার শুনানি ছিল । বিচারপতি সিনহা সিবিআই ও ইডির তদন্তের ঢিলেমিতে রীতিমতো তুলোধোনা করেন । তদন্তকারী অফিসারদের দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিচারপতি জানান, এই জন্য হাইকোর্টের অন্য বেঞ্চ তদন্তকারী অফিসারদের বদলি করার নির্দেশ দিয়েছিল ।