পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Protest in Delhi: সংসদ ভবন অভিযান করতে পারে তৃণমূল! রবি-রাতের বৈঠকে নয়া কর্মসূচির ইঙ্গিত অভিষেকের - মিশন দিল্লি

'মিশন দিল্লি' কর্মসূচীতে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে রবিবার রাতে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তালিকায় যুক্ত হয়েছে নতুন কর্মসূচিও ৷

Etv Bharat
বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 7:37 AM IST

Updated : Oct 2, 2023, 7:45 AM IST

কলকাতা ও নয়াদিল্লি, 2 অক্টোবর: তৃণমূলের পূর্ব ঘোষিত 'মিশন দিল্লি' কর্মসূচিতে নতুন সংযোজন। জানা গিয়েছে, সংসদ ভবন অভিযান করতে পারে তৃণমূল! সূত্রের খবর, রবিবার রাতের কৌশলী বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের বেশ কয়েকজন সাংসদ একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনায় বঞ্চিতদের নিয়ে সংসদ ভবনে যেতে পারেন বলেই দলীয় সূত্রের দাবি।

সমস্ত বাধা পেরিয়ে দিল্লিতে পৌঁছেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। ট্রেন না পেয়ে 50টি বাসে চেপে রাজধানীতে তাঁরা। পথে দুর্ঘটনার মুখেও পড়তে হয়েছে। সোম-মঙ্গলবার কী ধরনের কর্মসূচি হবে তা রবিবার রাতেই ঠিক করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রাত ন'টা নাগাদ দিল্লিতে পৌঁছন। সেখানে উপস্থিত নেতা- কর্মীদের সঙ্গে দেখা করেন। পরে সাড়ে ন'টা নাগাদ সাংসদ সৌগত রায়ের বাড়িতে যান।

রাতেই সৌগতর বাড়িতে বৈঠক শুরু হয়। দু'দিনের কর্মসূচি নিয়েই বিশদে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক হয়েছে, সোমবার বেলা দেড়টা নাগাদ রাজঘাটে পৌঁছবেন দলের নেতারা। সেখানে জাতির জনক মহত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। অভিষেক খানিকটা আগেই পৌঁছতে পারেন বলে জানা গিয়েছে সোমবার সকালে। পরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূল নেতৃত্ব।

মন্ত্রী গিরিরাজ না থাকলে মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে পারেন তাঁরা। কিন্তু, গিরিরাজ থাকলে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রয়োজন নেই বলে বৈঠকে স্পষ্ট করেছেন অভিষেক। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কী নিয়ে আলোচনা হবে তাও ঠিক হয়েছে বৈঠকে। রাজ্য থেকে 50 লক্ষেরও বেশি চিঠি মন্ত্রীর দফতরে জমা দেওয়া হতে পারে।

আরও পড়ুন: পাঁচ রাজ্যের নির্বাচনের রণকৌশল স্থির করতে বৈঠকে বিজেপি, হাজির মোদি-নাড্ডা

মঙ্গলবার 100 দিনের কাজের বকেয়া টাকা আদায়ে দিল্লিতে বিক্ষোভ সমাবেশ করার কথা তৃণমূলের ৷ 2-3 অক্টোবর বিজেপি সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভে সামিল হবেন হাজার হাজার মনরেগা জব কার্ড হোল্ডাররা ৷ গত শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তাঁরা বাসে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন ৷ এর আগে দিল্লি পৌঁছনোর উদ্দেশ্যে তৃণমূলের তরফে একটি বিশেষ ট্রেন বুক করা হয়েছিল ৷ তবে শুক্রবার সেই ট্রেনটি বাতিল হয়ে যায় ৷

Last Updated : Oct 2, 2023, 7:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details