কলকাতা ও নয়াদিল্লি, 2 অক্টোবর: তৃণমূলের পূর্ব ঘোষিত 'মিশন দিল্লি' কর্মসূচিতে নতুন সংযোজন। জানা গিয়েছে, সংসদ ভবন অভিযান করতে পারে তৃণমূল! সূত্রের খবর, রবিবার রাতের কৌশলী বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের বেশ কয়েকজন সাংসদ একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনায় বঞ্চিতদের নিয়ে সংসদ ভবনে যেতে পারেন বলেই দলীয় সূত্রের দাবি।
সমস্ত বাধা পেরিয়ে দিল্লিতে পৌঁছেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। ট্রেন না পেয়ে 50টি বাসে চেপে রাজধানীতে তাঁরা। পথে দুর্ঘটনার মুখেও পড়তে হয়েছে। সোম-মঙ্গলবার কী ধরনের কর্মসূচি হবে তা রবিবার রাতেই ঠিক করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রাত ন'টা নাগাদ দিল্লিতে পৌঁছন। সেখানে উপস্থিত নেতা- কর্মীদের সঙ্গে দেখা করেন। পরে সাড়ে ন'টা নাগাদ সাংসদ সৌগত রায়ের বাড়িতে যান।
রাতেই সৌগতর বাড়িতে বৈঠক শুরু হয়। দু'দিনের কর্মসূচি নিয়েই বিশদে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক হয়েছে, সোমবার বেলা দেড়টা নাগাদ রাজঘাটে পৌঁছবেন দলের নেতারা। সেখানে জাতির জনক মহত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। অভিষেক খানিকটা আগেই পৌঁছতে পারেন বলে জানা গিয়েছে সোমবার সকালে। পরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূল নেতৃত্ব।