কলকাতা, 17 সেপ্টেম্বর : ইডির সমনের উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিস চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছেন ৷ সেখানে বলা হয়েছে, বাংলার একটি ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে বারবার শুধুমাত্র হেনস্থা করার জন্য দিল্লিতে তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । অভিষেক এবং রুজিরা তদন্তের প্রয়োজনে যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দিলেও শুধুমাত্র রাজনৈতিক কারণে তাঁদের দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে । কলকাতা হাইকোর্ট অথবা দিল্লি হাইকোর্টের কোনও নির্দেশ না থাকা সত্ত্বেও সম্পূর্ণ এক্তিয়ার বহির্ভূতভাবে দিল্লিতে তদন্তপ্রক্রিয়া সরিয়ে আনার চেষ্টা করছে ইডি ।
প্রসঙ্গত, কয়লাকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য চলতি মাসেই পরপর তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠায় ইডি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইডি-র নোটিস পেয়ে দিল্লির জামনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে গিয়ে তদন্তে সহযোগিতা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তার কয়েকদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোটিস পাঠিয়ে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল তাঁর স্ত্রী রুজিরাকে । কিন্তু নিজের ছোট ছোট দুই শিশু সন্তানকে বাড়িতে রেখে দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে দিল্লি যাওয়ার ঝুঁকিপূর্ণ বলে কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠিয়ে আবেদন করেছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা । সেইসঙ্গে চিঠিতে উল্লেখ করেছিলেন, যে বিষয়ে তদন্তে সহযোগিতার জন্য তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে, তা বাংলার তদন্ত । দিল্লিতে এই মামলার বিষয় জিজ্ঞাসাবাদের এক্তিয়ার নেই ।