কলকাতা, 7 এপ্রিল: বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে বিজেপিকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে মিছিল করেন তিনি । সেই মিছিলের কিছু মুহূর্ত সোশ্যাল সাইটে শেয়ার করে কেন্দ্রের শাসক দল বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন এই যুবনেতা । ( Abhishek strongly attack on the BJP)।
বিজেপিকে কটাক্ষ করে জানান, বিজিপি শাসনে দেশের অর্থনীতি দেউলিয়া রূপ তুলে ধরেন তিনি । সরাসরি অভিযোগ করেন, মোদি শাসনে দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলংকার থেকেও খারাপ । তিনি লেখেন, বিজেপির ‘আচ্ছে দিন’-এর গুঁতোয় আজ জীবনদায়ী ঔষধ, পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে জনসাধারণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে । দেশের অর্থনীতি তলানিতে ৷ কেন্দ্র সরকারের ঋণের বোঝা শুনলে আঁতকে উঠতে হয়।