পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhinav Bindra: আসছেন না মেরি পিয়ার্স, কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অভিনব বিন্দ্রা

18 ডিসেম্বর কলকাতা ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে (Kolkata Marathon) ৷ এই ম্যারাথনে দেখা যাবে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে দেখা যাবে অলিম্পিকে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রাকে ৷

Abhinav Bindra
ETV Bharat

By

Published : Dec 15, 2022, 12:00 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: মেরি পিয়ার্স নয়, কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন অভিনব বিন্দ্রা (Abhinav Bindra is the new Ambassador Kolkata Marathon)। 2008 সালে বেজিং অলিম্পিকের সোনাজয়ী শ্যুটারকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার কথা বুধবার বিকেলে ঘোষণা করা হয়েছে । এর আগে মেরি পিয়ার্সকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হয়েছিল । তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় কলকাতা ম্যারাথনে আসতে পারছেন না । তাই মেরি পিয়ার্সের বদলে অভিনব বিন্দ্রাকে তড়িঘড়ি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে বেছে নেয় আয়োজকরা ।

দু’বছর পরে করোনা-আবহ কাটিয়ে ছন্দে ফিরেছে শহর ও শহরবাসী ৷ তারপর 18 ডিসেম্বর রবিবার সকালে কলকাতা ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে । 15 হাজার প্রতিযোগী এইবছর অংশ নিচ্ছেন ম্যারাথনে । ইতিমধ্যে ম্যারাথনের রোডম্যাপ প্রকাশ হয়েছে । দেশ-বিদেশের ম্যারাথনাররা কলকাতায় পা রাখতে শুরু করেছেন । শুধু পেশাদার দৌড়বাজরানন, সাধারণ মানুষ এমনকী বিশেষভাবে সক্ষমরাও এই ম্যারাথনে অংশ নেন । প্রতিবছরের মত এইবছরও কলকাতার রেড রোড থেকে শুরু হবে এই প্রতিযোগিতা । এই ম্যারাথনের অন্যতম মুখ কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী এবং অভিনেত্রী শুভশ্রী ।

আরও পড়ুন: সেমি'তেই থামল মরক্কোর স্বপ্নদৌড় ! কাপ রক্ষায় ফ্রান্সের সামনে এখন মেসিরা

কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে খুশি অলিম্পিয়ান শ্যুটার অভিনব বিন্দ্রা । এই প্রসঙ্গেই তিনি বলেছেন, "হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ম্যারাথনে অংশ নিচ্ছে সেই দৃশ্য দেখতে আমি আগ্রহী । স্বাস্থ্যকর জীবনের জন্য দৌড় প্রয়োজনীয় । 25 কিলোমিটার দীর্ঘ কলকাতা ম্যারাথন সেই সুস্থ জীবনের পথ ।"

ম্যারাথন চলাকালীন অংশগ্রহনকারীদের শারীরিক সমস্যা হলে যাতে সহজেই চিকিৎসা পরিষাবা দেওয়া যায় তার জন্য উন্নত পরিষেবা যুক্ত ভ্রাম্যমাণ আটটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details