কলকাতা, 15 ডিসেম্বর: মেরি পিয়ার্স নয়, কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন অভিনব বিন্দ্রা (Abhinav Bindra is the new Ambassador Kolkata Marathon)। 2008 সালে বেজিং অলিম্পিকের সোনাজয়ী শ্যুটারকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার কথা বুধবার বিকেলে ঘোষণা করা হয়েছে । এর আগে মেরি পিয়ার্সকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হয়েছিল । তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় কলকাতা ম্যারাথনে আসতে পারছেন না । তাই মেরি পিয়ার্সের বদলে অভিনব বিন্দ্রাকে তড়িঘড়ি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে বেছে নেয় আয়োজকরা ।
দু’বছর পরে করোনা-আবহ কাটিয়ে ছন্দে ফিরেছে শহর ও শহরবাসী ৷ তারপর 18 ডিসেম্বর রবিবার সকালে কলকাতা ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে । 15 হাজার প্রতিযোগী এইবছর অংশ নিচ্ছেন ম্যারাথনে । ইতিমধ্যে ম্যারাথনের রোডম্যাপ প্রকাশ হয়েছে । দেশ-বিদেশের ম্যারাথনাররা কলকাতায় পা রাখতে শুরু করেছেন । শুধু পেশাদার দৌড়বাজরানন, সাধারণ মানুষ এমনকী বিশেষভাবে সক্ষমরাও এই ম্যারাথনে অংশ নেন । প্রতিবছরের মত এইবছরও কলকাতার রেড রোড থেকে শুরু হবে এই প্রতিযোগিতা । এই ম্যারাথনের অন্যতম মুখ কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী এবং অভিনেত্রী শুভশ্রী ।