পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Syllabus Committee: সিলেবাস কমিটি থেকে সরেও সরলেন না অভীক, সাফাই শিক্ষামন্ত্রীর - abhik majumdar step down from the post of chairman

সিলেবাস কমিটির চেয়ারম্যান (Syllabus Committee Chairman) পদ থেকে সরে দাঁড়ালেন অভীক মজুমদার ! রাজ্য়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু (Education Minister Bratya Basu) দাবি করেছেন, চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেও অভীক সিলেবাস কমিটিতেই থাকবেন।

Etv Bharat
অভীক মজুমদার

By

Published : Mar 24, 2023, 9:21 PM IST

কলকাতা, 24 মার্চ: 12 বছর পর সিলেবাস কমিটির চেয়ারম্যান (Syllabus Committee Chairman) পদ থেকে সরে দাঁড়ালেন অভীক মজুমদার ! এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষামহলের সর্বত্র। যদিও জল্পনার মাঝেই এর আসল কারণ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। তাঁর দাবি অবশ্য়, বিশ্ববিদ্য়ালয়ের পাশাপাশি সিলেবাস কমিটিতেও থাকবেন অভীক ৷ এমনই তিনি ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানান শিক্ষামন্ত্রী ৷

এদিন রাজ্য়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু বলেন, "অভীক মজুমদারের সিলেবাস কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর এই তথ্য অর্ধসত্য।" তিনি দাবি করেছেন, চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেও অভীক সিলেবাস কমিটিতেই থাকবেন। শিক্ষামন্ত্রী শুক্রবার সাংবাদিক বৈঠকের করে জানান, বেশ কয়েক বছর ধরে অভীক মজুমদার সিলেবাস কমিটির চেয়ারম্যান ছিলেন। এবার তিনি ফের বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কাজে ফিরে যেতে চেয়েছেন । তিনি বলেন, "অভীক বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে চাইছেন ৷ পাশাপাশি আবার সিলেবাস কমিটির সঙ্গেও যোগ রাখতে চেয়েছিলেন।"

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অভীককে তিনি জিজ্ঞাসা করেন এটা কীভাবে সম্ভব? তাতেই অভীক মন্ত্রীকে জানিয়েছেন, তিনি সিলেবাস কমিটির উপদেষ্টা পদে থাকতে চাইছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সিলেবাস কমিটির দ্বায়িত্বও তাঁর পক্ষে সামলানো সম্ভব ৷ এদিন শিক্ষামন্ত্রী বলেন, "এটা সত্য যে উনি সিলেবাস কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছেন। অন্যদিকে আবার উনি সিলেবাস কমিটির সঙ্গেও থাকছেন ৷ তাই এই তথ্যকে আমি অর্ধসত্য বললাম।"

আরও পড়ুন:বিরোধী ঐক্য, মমতা-কেজরিওয়াল-স্ট্যালিনদের একসূত্রে বাঁধলেন রাহুল !

তবে ওই পদে নতুন কে আসবেন তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন ব্রাত্য বসু। অভীক মজুমদারের সঙ্গে কথা বলে, সবদিক বিবেচনা করেই নতুন চেয়ারম্যান নিয়োগ হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, 2011 সাল থেকে অভীক মজুমদার সিলেবাস কমিটির চেয়ারম্যান পদ সামলাচ্ছিলেন। এর আগে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যুক্ত ছিলেন। সেখান থেকে লিয়েন নিয়ে তিনি সিলেবাস কমিটির চেয়ারম্যান পদ সামলেছেন পূর্ণসময়ের জন্য। তারপর থেকে তিনি টানা প্রায় 12 বছর এই পদেই বহাল থেকেছেন ৷ সম্প্রতি আদালতে সিলেবাস বদলের কথা বলা হয়েছিল। যা নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছিল বলেও জানান শিক্ষামন্ত্রী।

ABOUT THE AUTHOR

...view details