কলকাতা, 23 অক্টোবর : এ শহরে রয়েছে তাঁর প্রাণে । গড়িয়াহাট-ট্রায়াঙ্গুলার পার্ক চত্বরের প্রতিটি অলিগলি তাঁর বড় চেনা । প্রাণের শহর থেকে বিদেশে থাকা স্ত্রী'র জন্য কিছু নিয়ে ফিরবেন না তা কি হয় ? সকলের জন্য উপহার নিয়েই ফিরবেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ।
স্ত্রীর জন্য ম্যাচিং কুর্তা-পাজামা কিনলেন অভিজিৎ - গড়িয়াহাট-ট্রায়াঙ্গুলার পার্ক
নবনীতা দেবসেনের শারীরিক অসুস্থতার খবর নিয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যান গড়িয়াহাট চত্বরের একটি বিপণিতে । এই বিপণি না কি তাঁর বরাবরের প্রিয় । এখানকার পাঞ্জাবি পরতে তিনি ভালোবাসেন ৷ কলকাতায় এলেই তিনি একবার ঢুঁ মারেন এখানে ।
নবনীতা দেবসেনের শারীরিক অসুস্থতার খবর নিয়ে অভিজিৎবাবু সোজা চলে যান গড়িয়াহাট চত্বরের একটি বিপণিতে । এই বিপণি তাঁর বরাবরের প্রিয় । এখানকার পাঞ্জাবি তাঁর প্রিয় পোশাক । কলকাতায় এলেই একবার ঢুঁ মারেন এখানে । এই বিপণি থেকে তিনি স্ত্রীর জন্য ম্যাচিং কুর্তা ও পাজামা কিনলেন বলে খবর । পোশাক কেনার সময় সাহায্য নিলেন দোকানের মহিলা কর্মীদের ।
নোবেলজয়ীকে সামনে পেয়ে দোকানের কর্মীরা সেলফির আবদার করবেন না তাও কি হয়? দোকানের কর্মীদের সঙ্গে সেলফি তুললেন অভিজিৎবাবু । তারপর বিপণি থেকে বেরিয়ে যান তিনি।