কলকাতা,22 অক্টোবর : শঙ্খ ও উলুধ্বনি দিয়ে বরণ করে নেওয়া হল বাড়ির ছেলে অভিজিৎকে ৷সেজে উঠেছিল মহানগর ৷ ঘড়িতে তখন সন্ধ্যা সাতটা ৷ বিমানবন্দরের মূল ফটক দিয়ে বেরিয়ে এলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ বন্দরের বাইরে তখন শয়ে শয়ে মানুষের জমায়েত ৷ ঘরের ছেলেকে বরণ করতে উৎসুক কলকাতা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিমানবন্দরে পৌঁছে গেছেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু ৷
বিমান বন্দরেই দুই মন্ত্রীর সঙ্গে প্রাথমিক কথা বলে বালিগঞ্জের বাড়ির পথে রওনা দেন নোবেলজয়ী ৷ বন্দরের বাইরে তখন অভিজিতের নামে জয়ধ্বনি ৷ নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে বিমান বন্দর থেকে নিজের গাড়িতে বড়ির পথে রওনা দেন অভিজিৎ ৷ বাড়িতে তাঁকে শঙ্খ ও উলুধ্বনি দিয়ে বরণ করা হয় ৷