পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৈঠকে যোগ দিতে দিল্লিতে মান্নান, উঠতে পারে দলীয় কোন্দলের কথা - কংগ্রেসের ডেপুটি লিডার নেপাল মাহাত

গতকাল দিল্লি পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । AICC-র বৈঠকের পাশাপাশি সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে কংগ্রেসের বর্তমান পরিস্থিতি, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সোমেন মিত্রর ভূমিকা, আসন্ন উপনির্বাচন একাধিক বিষয়ে আলোচনা হতে পারে ।

ছবি

By

Published : Nov 16, 2019, 3:32 AM IST

Updated : Nov 16, 2019, 7:12 AM IST

কলকাতা, 16 নভেম্বর : AICC-র বৈঠকে যোগ দিতে গতকাল দিল্লি পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। বৈঠকের পাশাপাশি সভানেত্রী সোনিয়া গান্ধির সামনে এরাজ্যে কংগ্রেসের বর্তমান পরিস্থিতির কথাও আর একবার তুলে ধরবেন তিনি । ইতিমধ্যেই মান্নানের দিল্লি যাওয়াকে কেন্দ্র করে কংগ্রেসের অভ্যন্তরে গুঞ্জন শুরু হয়েছে । কংগ্রেস নেতৃত্বের একাংশ জানাচ্ছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের বিরুদ্ধে ক্ষোভ জানাতে তিনি ফের দিল্লিতে যাচ্ছেন । সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অপদার্থতা তুলে ধরবেন আবদুল মান্নান ।

পুজো শেষে 10 অক্টোবর সোনিয়া গান্ধির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দলের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন আবদুল মান্নান । পাশাপাশি সোমেন মিত্রর ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দেন । অতীতেও তিনি জানিয়েছিলেন, সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে কংগ্রেসের পুরোনো বিধায়ক এবং নেতৃত্বকে যথাযোগ্য মর্যাদা দেন না । এই বিষয়ে কংগ্রেসের ডেপুটি লিডার নেপাল মাহাত বলেন, "কংগ্রেস দলের অতীতের অনেক গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখেছি । আর গোষ্ঠীদ্বন্দ্ব নয় । দলকে নিজের পায়ে দাঁড়াবার জন্য সংগঠনকে আরও বেশি মজবুত করতে হবে । জোট আমরা পরিস্থিতির স্বার্থে করেছি ঠিকই । আমাদের দেখতে হবে সংগঠনকে কীভাবে আরও বেশি মজবুত করা যায় ।"প্রথা মাফিক AICC-র বৈঠকে যোগ দিতেই আবদুল মান্নান দিল্লি গেছেন বলে জানিয়েছেন তিনি । তবে অতীতে দলের অন্তর্কলহের কথা স্বীকার করেছেন পুরুলিয়ার বাগমুণ্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত ।

ভিডিয়োয় শুনুন নেপাল মাহাতর বক্তব্য

রাজনৈতিক মহলের একাংশের তরফে জানা গেছে, সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের যথাযোগ্য দায়িত্ব সামলাতে পারছেন না বলে ফের সোনিয়া গান্ধির কাছে অভিযোগ করবেন বিরোধী দলনেতা । আসন্ন তিনটি বিধানসভা উপনির্বাচনের রায় কোন দিকে যেতে পারে, বাম কংগ্রেসের জোটের পর এ রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে তা নিয়েও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে আলোচনা করবেন মান্নান । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র দীর্ঘদিন ধরেই অসুস্থ । এই অবস্থায়, কীভাবে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সফলভাবে পালন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা । এই বিষয়টিও সোনিয়া গান্ধির গোচরে আনবেন আবদুল মান্নান ।

Last Updated : Nov 16, 2019, 7:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details