কলকাতা, 11 অক্টোবর : সোনিয়া গান্ধির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । গতকাল দিল্লিতে সোনিয়া গান্ধির বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে সামিল হন তিনি ৷ দীর্ঘক্ষণের বৈঠকে উঠে এসেছে, এরাজ্যে কংগ্রেসের ক্ষয়িষ্ণু পরিস্থিতির কথা । বামফ্রন্টের সঙ্গে সমঝোতা নিয়েও সোনিয়া গান্ধির সঙ্গে কথা হয়েছে বলে সূত্রের খবর ।
সোনিয়ার সঙ্গে বৈঠক আবদুল মান্নানের, উঠে এল দলের ক্ষয়িষ্ণু পরিস্থিতির কথা
গতকাল দিল্লিতে সোনিয়া গান্ধির বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । দীর্ঘক্ষণের বৈঠকে উঠে এসেছে, এরাজ্যে কংগ্রেসের ক্ষয়িষ্ণু পরিস্থিতির কথা । বামফ্রন্টের সঙ্গে সমঝোতা নিয়েও সোনিয়া গান্ধির সঙ্গে কথা হয়েছে ৷
রাজনৈতিক মহলের একাংশের তরফে জানা গেছে, কয়েকদিন ধরে প্রদেশ কংগ্রেসের নানান কার্যকলাপে ক্ষুণ্ণ হচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ এর আগেও দিল্লিতে গিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানিয়ে এসেছেন তিনি । যদিও তাতে বিশেষ কোনও প্রভাব পড়েনি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ওপর । পুজো শেষে গতকাল সোনিয়া গান্ধির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন আবদুল মান্নান । এরাজ্যে কংগ্রেস সংগঠনের একা লড়াই করা সম্ভব নয় । সংগঠনকে আরও বেশি মজবুত করতে গেলে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আরও বেশি সক্রিয় হতে হবে বলে সোনিয়া গান্ধিকে জানিয়েছেন তিনি ।
গতকালের বৈঠকের বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে খোলাখুলি কিছু বলতে চাননি রাজ্যের বিরোধী দলনেতা । সূত্রের খবর, কংগ্রেস ছেড়ে কর্মীরা যেভাবে তৃণমূল এবং BJP-তে যাচ্ছে তা আটকানোর জন্যই সোনিয়া গান্ধির কাছে দরবার করেছেন আবদুল মান্নান৷ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ওপরও বিশেষ খুশি নন তিনি । আগামীদিনে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস যৌথভাবে আন্দোলন কর্মসূচি নিলে তা কতটা জনগণের পক্ষে যাবে সেই বিষয়েও সোনিয়া গান্ধির সঙ্গে আলোচনা করেছেন ৷ সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সক্রিয়তা নিয়ে কংগ্রেসের অন্তর্বতীকালীন সভানেত্রীর কাছে অভিযোগ জানিয়ে এসেছেন আবদুল মান্নান । প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মধ্যে যে অন্তর্কলহ রয়েছে সেই বিষয়টিও সোনিয়ার গোচরে এনেছেন তিনি ৷