কলকাতা, 3 মে: 2500 জনেরও বেশি শ্রমিক, পড়ুয়া, পুণ্যার্থী ও রোগীদের নিয়ে আগামীকাল রাজস্থান ও কেরালা থেকে দু'টি বিশেষ ট্রেন রাজ্যের উদ্দেশে রওনা দেবে । টুইটারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 5 মে কলকাতায় পৌঁছানোর কথা ।
রাজ্য সরকারের তরফে আগেই রাজস্থান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । গতকাল রাজস্থানের মুখ্যসচিব ডিবি গুপ্তা এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দেন । চিঠিতে জানিয়ে দেওয়া হয়, সোমবার সন্ধে ছটার সময় আজমের থেকে যাত্রা শুরু করবে ওই ট্রেন । এরপর ট্রেনটি যাতে বিকেলের আগে রাজ্যে পৌঁছাতে পারে সেই ভাবে ট্রেনটি ছাড়ার জন্য রাজ্য সরকারের তরফে চিঠি দিয়ে বলা হয়েছে । দুর্গাপুর এবং ডানকুনিতে ট্রেনটি দাঁড়ানোর কথাও বলা হয়েছে ।