কলকাতা, 26 এপ্রিল: প্রথমে কালিয়াগঞ্জ আর তারপর মঙ্গলবার কালিয়াচকে আবারও নাবালিকাকে নির্যাতন করে হত্যা করার ঘটনা সামনে এসেছে । তা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন-সহ উপজাতি গোষ্ঠীর মানুষের উপর শাসকদলের অত্যাচার যেমন দণ্ডিকাণ্ড-সহ একাধিক অভিযোগ নিয়ে বিজেপির এক প্রতিনিধি দল বুধবার দেখা করল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ।
একদিকে যখন নাবালিকা হত্যাকে কেন্দ্র করে জ্বলছে কালিগঞ্জে ৷ তারমধ্যে মালদার কালিয়াচকে আরও এক নাবালিকাকে ধর্ষণ এবং হত্যার ঘটনা সামনে এসেছে । এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা আদৌ আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল ।
এদিনই চিফ হুইপ মনোজ টিজ্ঞার নেতৃত্বে বিজেপির 7 বিধায়কের এক প্রতিনিধি দল রাজভবনে এসে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন ৷ সেইসঙ্গে ডেপুটেশন জমা দেন । মনোজ টিজ্ঞা ছাড়াও এই প্রতিনিধি দলে ছিলেন জুয়েল মুর্মু, মনোজ ওরাও , দুর্গা মুর্মু , বুধারি টুডু, পুনা ভেংগ্রা এবং কমলা কান্ত হাঁসদা ।