কলকাতা, 16 অক্টোবর: শুক্রবার অসুস্থ হয়ে পড়লেন মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) এক অনশনরত পড়ুয়া ৷ ওই পড়ুয়ার নাম কৌশিক বড়ুয়া ৷ এদিন হঠাৎই অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ইমারর্জেন্সি বিভাগে। জানা গিয়েছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গিয়েছে তাঁর ৷ অসুস্থ কৌশিকের রক্তে গ্লুকোজের মাত্রা বর্তমানে 45 ৷ ইসিজি করা হয়েছে, হয়েছে ট্রপ টি টেস্টও ৷
গত বৃহস্পতিবার থেকে অনশন আন্দোলেনে সামিল হয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ৷ ওইদিন থেকে আন্দোলনে ছিলেন পাঁচ পড়ুয়া। তাঁদের মধ্যে রীতম মুখোপাধ্যায়ের অসুস্থ হয়ে পড়েন ৷ ছিলেন চারজন ৷ এরপর আরও দু'জন যোগ দিয়েছিলেন অনশন আন্দোলনে ৷ 6 জন মিলেই তাঁরা আন্দোলন চালাচ্ছিলেন ৷ এদেরই একজন কৌশিক বড়ুয়া নামে আন্দোলনকারী (A student who joined hunger strike falls sick at Kolkata Medical College) । পড়ুয়াদের তরফ থেকে জানা গিয়েছে, অনশনরত অবস্থায় এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন কৌশিক বড়ুয়া ।