কলকাতা, 14 জুন : শহরে এটিএম কাউন্টার থেকে টাকা লুঠের ঘটনায় এবার হরিয়ানায় গেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি বিশেষ দল । ইতিমধ্যেই শহরে এটিএম কাউন্টার থেকে টাকা লুঠের ঘটনায় লালবাজারের হাতে মোট ছয় জন গ্রেফতার হয়েছে । পাশাপাশি হরিয়ানাতেও একজনকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ ৷
হরিয়ানার এই সাইবার দস্যুদের সঙ্গে কি কলকাতা থেকে ধৃতদের কোনও যোগ আছে ? তা জানতেই আজ হরিয়ানায় পৌঁছায় কলকাতা পুলিশের একটি দল । সেখানে ওই ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ লালবাজার সূত্রের খবর, প্রয়োজন হলে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে কলকাতায় এনেও জেরা করতে পারেন সাইবার সেলের গোয়েন্দারা ।
কলকাতা থেকে যে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বেশ কয়েকজন দিল্লির একটি চক্রের সঙ্গে যুক্ত ছিল । সেই কারণে, হরিয়ানা পুলিশের হাতে ধৃত ওই ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করতে চান লালবাজারের গোয়েন্দারা ।
আরও পড়ুন : ব্ল্যাক বক্স অ্যাটাক করে এটিএম থেকে কোটি টাকা লুঠ
কলকাতা থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তারা চলতি বছরের মার্চ মাসেই কলকাতায় ঘাঁটি গেড়ে ছিল । বাইপাস সংলগ্ন বেশ কিছু হোটেলে তারা একাধিকবার উঠেছিল । দক্ষিণ কলকাতার অপর একটি হোটেলে স্থায়ীভাবে থাকতে শুরু করেছিল বলেও অভিযোগ । মহম্মদ নাসিম, মনোজ গুপ্তা এবং তার সাগরেদরা কলকাতায় একসঙ্গেই থাকত । একাধিক সময় একাধিক ফ্ল্যাট বদলে চলত তাদের অপারেশনের স্ট্র্যাটেজি ।