কলকাতা, 31 অক্টোবর : ইটখোলা পুকুরের কাছে দাঁড়িয়ে আছে একটি গাড়ি । তাতে রয়েছে প্রচুর গাঁজা । গোপন সূত্রে এমন খবরই পেয়েছিল রিজেন্ট পার্ক থানার এক অফিসার । দ্রুত তৎপরতা শুরু হয় । ইটখোলা পুকুরের কাছে ব্রিকফিল্ড রোডে সেই গাড়িটির দিকে রাখা হয় কড়া নজর । পরে সেখান থেকে উদ্ধার হয়েছে সাড়ে 12 কেজি গাঁজা । ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
রিজেন্ট পার্কে সাড়ে 12 কেজি গাঁজাসহ ধৃত এক পাচারকারী - গাঁজার ব্লক উদ্ধার
রিজেন্ট পার্ক থানার পুলিশ তল্লাশি চালিয়ে পাঁচটি গাঁজার ব্লক উদ্ধার করে । গাড়িতে থাকা ব্যক্তির নাম দুলাল চন্দ্র সাহা । বয়স 48 বছর । বাড়ি হরিদেবপুর থানা এলাকায় সৈয়দ আবদুল রহমান রোডে । গ্রেপ্তার করা হয় তাঁকে ।
সন্দেহজনক ভাবেই দাঁড়িয়েছিল গাড়িটি । যার রেজিস্ট্রেশন নম্বর WB06D3070 । পুলিশ ওই গাড়িটির কাছে যেতেই সেখান থেকে নেমে পালায় একজন । অন্যজন গাড়িতেই বসে ছিলেন । ওই গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি গাঁজার ব্লক উদ্ধার হয় । জানা যায়, গাঁজার ডেলিভারি করতেই সেখানে এসেছিল দুজন । গাড়িতে থাকা ব্যক্তির নাম দুলাল চন্দ্র সাহা । বয়স 48 বছর । বাড়ি হরিদেবপুর থানা এলাকায় সৈয়দ আবদুল রহমান রোডে । গ্রেপ্তার করা হয় তাঁকে ।
এই বিপুল পরিমাণ গাঁজা ওই ব্যক্তি কার হাতে তুলে দিতে এসেছিল তা জানার চেষ্টা চলছে । হরিদেবপুরে ওই গাঁজা কীভাবে এল তাও খতিয়ে দেখা হচ্ছে । পুলিশের ধারণা ধৃত দুলালকে জিজ্ঞাসাবাদ করলে বড়সড় মাদকচক্রের পরদা ফাঁস হতে পারে । সেই লক্ষ্যেই জিজ্ঞাসাবাদ চলছে । আগামীকাল তাকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হবে ।