কলকাতা, 2 জুলাই : প্যানডেমিক কোরোনার মাঝেই চিকিৎসকরা নিরলসভাবে পরিষেবা দিয়ে চলেছেন । তাঁদের সম্মান জানাতে, ডক্টরস ডে-তে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের থ্রিডি স্ট্যাচুর উন্মোচন করা হল । এ ভাবে এ বছর ডক্টরস ডে-তে চিকিৎসকদের কুর্নিশ জানানো হল ।
ডক্টরস ডে-তে আলিপুরে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালে যে থ্রিডি স্ট্যাচুর উন্মোচন করা হয়েছে, তার উচ্চতা 10 ফুট । থার্মোকল এবং প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণে এই স্ট্যাচু তৈরি করা হয়েছে । এক চিকিৎসকের আদলে তৈরি করা হয়েছে স্ট্যাচুটি । রয়েছে মুখে মাস্ক, হাতে গ্লাভস এবং মুখমণ্ডল ঢেকে রাখা হয়েছে ফেস শিল্ডের মাধ্যমে । এই হাসপাতালের প্রবেশ পথের কাছে এই স্ট্যাচুটিকে স্থাপন করা হয়েছে ।