পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসকদের সম্মান জানিয়ে স্ট্যাচু হাসপাতালে

ডক্টরস ডে'তে চিকিৎসকদের কুর্নিশ জানাতে চিকিৎসকের স্ট্যাচু তৈরি করল কলকাতার এক বেসরকারি হাসপাতাল ।

চিকিৎসকের স্ট্যাচু
চিকিৎসকের স্ট্যাচু

By

Published : Jul 2, 2020, 8:13 AM IST

কলকাতা, 2 জুলাই : প্যানডেমিক কোরোনার মাঝেই চিকিৎসকরা নিরলসভাবে পরিষেবা দিয়ে চলেছেন । তাঁদের সম্মান জানাতে, ডক্টরস ডে-তে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের থ্রিডি স্ট্যাচুর উন্মোচন করা হল । এ ভাবে এ বছর ডক্টরস ডে-তে চিকিৎসকদের কুর্নিশ জানানো হল ।

ডক্টরস ডে-তে আলিপুরে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালে যে থ্রিডি স্ট্যাচুর উন্মোচন করা হয়েছে, তার উচ্চতা 10 ফুট । থার্মোকল এবং প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণে এই স্ট্যাচু তৈরি করা হয়েছে । এক চিকিৎসকের আদলে তৈরি করা হয়েছে স্ট্যাচুটি । রয়েছে মুখে মাস্ক, হাতে গ্লাভস এবং মুখমণ্ডল ঢেকে রাখা হয়েছে ফেস শিল্ডের মাধ্যমে । এই হাসপাতালের প্রবেশ পথের কাছে এই স্ট্যাচুটিকে স্থাপন করা হয়েছে ।

আরও পড়ুন : বিনামূল্যে শিক্ষা-চিকিৎসা ও কলকাতার আধুনিকীকরণ ; লক্ষ্য ছিল মেয়র বিধানচন্দ্রের

বেসরকারি এই হাসপাতালের তরফে জানানো হয়েছে, এটা সত্যি যে ঈশ্বরকে আমরা দেখতে পাই না । কিন্তু, একজন চিকিৎসক এই পৃথিবীতে একজন ঈশ্বরের মতো । যিনি আমাদের সুস্থ করে তোলেন এবং আরও ভালোভাবে বাঁচার জন্য আমাদের জীবন দান করেন । কোরোনার প্রকোপে বিশ্বব্যাপী এই সংকট থেকে মানুষের জীবনকে রক্ষা করতে যে সাহস, দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন চিকিৎসকরা । এই ডক্টরস ডে-তে, এই বিশেষ দিনে চিকিৎসকদের প্রতি কুর্নিশ জানানো ছাড়া আর কিছু উপযুক্ত হতে পারে না ।

ABOUT THE AUTHOR

...view details