কলকাতা, 22 অগষ্ট: খাস কলকাতায় প্রমোটিং কারবারকে কেন্দ্র করে গন্ডগোল । আর তার জেরেই উত্তাল হয়ে উঠল নারকেলডাঙা এলাকা। অভিযোগ এই গোলমালের জেরে আট মাসের অন্তঃসত্ত্বাকে পেটে লাথি মারেন এলাকার এক তৃণমূল নেতা (A Pregnant Lady Was Allegedly Kicked in Narkeldanga )। গুরুতর অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে ।
এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল (TMC MLA Paresh Paul) এবং মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের (MIC Sapan Samaddar) অনুগামীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই নারকেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) প্রিয়ব্রত রায় জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে । এই ঘটনায় অভিযোগকারী বাবা এবং ছেলেকে পুরনো একটি মামলায় আগে গ্রেফতার করা হয়েছিল ।
নারকেলডাঙার বাসিন্দা শিবশঙ্কর দাস এবং তাঁর ছেলে দীপক দাসের বক্তব্য, তাঁরা এলাকায় অবৈধ প্রমোটিং কারবারের বিরুদ্ধে সরব হয়েছিলেন । তার ফলে স্থানীয় কাউন্সিলরের অনুগামীরা রবিবার কাউন্সিলরের সঙ্গে তাঁদের দেখা করতে বলেন । কিন্তু কাউন্সিলরের সঙ্গে দেখা করেননি বলেই তাঁদের বাড়িতে চড়াও হন কাউন্সিলর এবং বিধায়কের অনুগামীরা ।