পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর - মা ফ্লাইওভার

মঙ্গলবার রাতে ডিউটি ছেড়ে মা ফ্লাইওভার করে বাড়ি ফিরছিলেন ৷ পথে মা ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাইক । মৃত সাব-ইন্সপেক্টরের নাম সৌভিক দাস । বয়স 56 ।

প্রাণ হারালেন এক পুলিশ কর্মী
প্রাণ হারালেন এক পুলিশ কর্মী

By

Published : Jun 9, 2021, 10:06 AM IST

কলকাতা, 9 জুন : মা ফ্লাইওভারের দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর । তিনি হাওড়া পুলিশ কমিশনারেট সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন । তাঁর বাড়ি সোনারপুর এলাকায় ।

মঙ্গলবার রাতে ডিউটি ছেড়ে মা ফ্লাইওভার করে বাড়ি ফিরছিলেন ৷ পথে মা ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাইক । মৃত সাব-ইন্সপেক্টরের নাম সৌভিক দাস । বয়স 56 । পুলিশ তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন :WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?

কী করে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ । দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভিও দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে মা ফ্লাইওভারে ৷ বারবার কেন এই দুর্ঘটনা ঘটছে, পুলিশ তাও খতিয়ে দেখছে ৷

ABOUT THE AUTHOR

...view details