কলকাতা, 9 জুন : মা ফ্লাইওভারের দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর । তিনি হাওড়া পুলিশ কমিশনারেট সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন । তাঁর বাড়ি সোনারপুর এলাকায় ।
মঙ্গলবার রাতে ডিউটি ছেড়ে মা ফ্লাইওভার করে বাড়ি ফিরছিলেন ৷ পথে মা ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাইক । মৃত সাব-ইন্সপেক্টরের নাম সৌভিক দাস । বয়স 56 । পুলিশ তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।