কলকাতা, 10 মে : কয়লা পাচার নিয়ে মোদি-মমতা বাগযুদ্ধের ঘটনা ফিকে হয়নি এখনও। বাঁকুড়া ও পুরুলিয়ার সভায় তৃণমূলের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদি। মমতা পালটা বলেছিলেন, কথাটা প্রমাণ করতে পারলে ৪২টি আসনেই প্রার্থী প্রত্যাহার করে নেবেন তিনি । পাশাপাশি পালটা অভিযোগ এনেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাংসদের কথোপকথনের পেন ড্রাইভ তাঁর কাছে রয়েছে । এইবার সেই পেন ড্রাইভ নিয়ে তদন্তের আর্জি জানিয়ে আবেদন জমা পড়ল নির্বাচন কমিশনে । বিশ্বনাথ গোস্বামী নামে জনৈক এক ব্যক্তি তদন্তের দাবি জানিয়েছে চিঠি লিখেছেন কমিশনে।
কয়লা পাচারের "গোপন পেন ড্রাইভ", তদন্তের দাবি জানিয়ে চিঠি কমিশনে - Coal smuggling
মমতা বন্দ্যোপাধ্যায়ের "কয়লা পাচারের গোপন পেন ড্রাইভ"-এর বক্তব্যের প্রেক্ষিতে উচ্চপর্যায়ের তদন্তের আর্জি জানিয়ে কমিশনে চিঠি লিখলেন বিশ্বনাথ গোস্বামী নামে জনৈক এক ব্যক্তি ।
গতকাল মমতা বলেন, "আমার কাছে একটা পেন ড্রাইভ আছে । বাজারে যদি ছেড়ে দিই কোল স্মাগলিংয়ের অনেক কথা বেরিয়ে আসবে। যদি মিডিয়া দেখাতে চায়, দিয়ে দেব । কেন্দ্রীয় মন্ত্রী ও BJP সাংসদ কয়লা পাচারের কথা বলছেন ।" আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পালটা হিসেবে ওই কথা বলেন মমতা। মোদি বাঁকুড়া এবং পুরুলিয়ার দুই সভাতেই অভিযোগ এনে বলেছিলেন, "কালো সোনায় (কয়লা) মাফিয়া রাজ চলছে বাংলায় । সেই মাফিয়ারাজ কায়েম করেছে তৃণমূল।"
কিন্তু, মমতার পেনড্রাইভ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্বনাথ গোস্বামী নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন । তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন। এই বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত ।