পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

RG কর হাসপাতাল থেকে উধাও রোগী

শিলিগুড়ির বাসিন্দা বিমল দত্ত মাথায় আঘাত নিয়ে R G কর হাসপাতালে ভরতি হন ৷ এরপরই শনিবার ভোর রাত থেকে তাঁকে খুঁঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের কর্মীরা ৷

নিঁখোজ রোগী

By

Published : Jul 22, 2019, 7:37 PM IST

Updated : Jul 22, 2019, 7:53 PM IST

লকাতা, 22 জুলাই : হাসপাতালের ওয়ার্ড থেকে উধাও রোগী ৷ 24 ঘণ্টা পরেও মেলেনি রোগীর খোঁজ ৷ R G কর হাসপাতালের রোগী উধাওয়ের ঘটনার তদন্তে নেমেছে টালা থানার পুলিশ ৷

হাসপাতাল সূত্রে খবর, রোগীর নাম বিমল দত্ত (68) ৷ তাঁর বাড়ি শিলিগুড়ি ৷ গত শনিবার ভোর রাত 3টে থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ বিষয়টি নজরে আসার পরই হাসপাতাল কর্মীরা তাঁকে খুঁজতে শুরু করেন ৷ খুঁজে না পেয়ে হাসপাতালের পক্ষ্য থেকে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় ৷ পরে বিমলবাবুর পরিবারের সদস্যরা টালা থানায় নিখোঁজ ডায়েরি করেন ৷ শৌচাগারে পড়ে মাথায় আঘাত নিয়ে 10 জুলাই R G কর হাসপাতালে ভরতি হন বিমলবাবু ৷

আরও পড়ুন : SSKM-এর শৌচাগারে রোগীর ঝুলন্ত দেহ

চিকিৎসকরা জানান, ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন বিমলবাবু । তবে তাঁর চিকিৎসার প্রয়োজন ছিল । পুলিশের তরফ থেকে CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন : অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর অভিযোগ, বিক্ষোভ কাঁথি হাসপাতালে

প্রসঙ্গত, একইভাবে বাঙুর হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছিলেন হরিহর নস্কর নামে এক রোগী । পরে তাঁর খোঁজ পাওয়া যায় SSKM হাসপাতালে ।

Last Updated : Jul 22, 2019, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details