পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাল কলকাতায় উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে জোড়া মিছিল

জোড়া মিছিলে সপ্তাহের শেষ দিন স্তব্ধ হবে শহর । দুটি মিছিলকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তৎপরতা । আগামীকালের প্রতিবাদ মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান সহ ছাত্র যুব মহিলা সংগঠন সমূহের নেতৃত্ব উপস্থিত থাকবেন।

কলকাতার খবর
কলকাতার খবর

By

Published : Oct 2, 2020, 11:14 PM IST

কলকাতা, 2 অক্টোবর : আগামীকাল জোড়া প্রতিবাদ মিছিল কলকাতায় । উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে বাম কংগ্রেসের যৌথ মিছিল হবে মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত । বিকেল চারটেয় শুরু হবে মিছিল । সমস্ত বাম এবং কংগ্রেস ছাত্র যুব মহিলা সংগঠন সমূহ আগামীকাল পথে নামবেন । অন্যদিকে মুখ্যমন্ত্রীও পথে নামবেন উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে ।

জোড়া মিছিলে সপ্তাহের শেষ দিন স্তব্ধ হবে শহর । দুটি মিছিলকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তৎপরতা । আগামীকালের প্রতিবাদ মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান সহ ছাত্র যুব মহিলা সংগঠন সমূহের নেতৃত্ব উপস্থিত থাকবেন। উত্তরপ্রদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন এবং জাতপাত ভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে সরব হবে রাজ্যের বাম এবং কংগ্রেস নেতৃত্ব ।

অমানবিক BJP প্রশাসনের ফ্যাসিস্ট সুলভ আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, সমগ্র ঘটনায় এখনও নীরব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী । এ রাজ‍্যের কামদুনির কথা মনে করিয়ে বামফ্রন্ট চেয়ারম্যানের বক্তব্য, পিছিয়ে নেই কেউ । আইন শৃঙ্খলার অবনমন ঘটছে পাল্লা দিয়ে । সে উত্তরপ্রদেশ হোক বা এ রাজ‍্য । আগামীকাল উত্তরপ্রদেশের ঘটনার বিরুদ্ধে পথে বিরোধীরা নামলেও এ রাজ‍্যের আইন শৃঙ্খলা নিয়েও অভিযোগ জানাবেন তাঁরা । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অপসারণ চাইবে বিরোধীরা ।

ABOUT THE AUTHOR

...view details