পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাত্র 500 টাকা! ডিলাক্স বাসে পৌঁছে যাওয়া যাবে কলকাতা থেকে শিলিগুড়ি

SBSTC New Bus Service: নাম মাত্র খরচে একটি মাত্র বাসে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে যাওয়া যাবে ৷ ডিসেম্বর মাস থেকে চালু হয়ে যাবে নতুন বাস পরিষেবা ৷ এছাড়াও এই ডিলাক্স বাসে থাকছে অন্যান্য আরও অত্যাধুনিক সুবিধা ৷

SBSTC New Bus Service
কলকাতা থেকে শিলিগুড়ি নতুন বাস

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 9:43 AM IST

কলকাতা, 25 নভেম্বর:সড়কপথ দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ আরও সহজ করে তুলতে বাড়ানো হচ্ছে বাসের সংখ্যা । আগামী মাস থেকে অনেক কম খরচে কলকাতা থেকে এক বাসেই পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি। শুক্রবার এই রুটে এক জোড়া বাসের প্রতীকী উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী । এছাড়াও দক্ষিণবঙ্গের আরোও অন্যান্য রুটেও বাসের সংখ্যা বাড়াতে চলেছে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থা ৷

যাত্রী চাহিদার কথা মাথায় রেখে কলকাতা শিলিগুড়ি রুটে বাড়ানো হচ্ছে সরকারি বাসের সংখ্যা । এদিন প্রতীকী উদ্বোধনের পরেই পরিবহণ মন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী জানান, আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই পরিষেবা । আপাতত তিনটি বাস উদ্বোধন করা হয়েছে ৷ একটি বাস ছাড়বে কলকাতা- ধর্মতলা বা এসপ্লানেড ডিপো থেকে ৷ যাবে শিলিগুড়ি পর্যন্ত । আর একটি বাস রিজার্ভে রাখা হবে । অন্য বাসটি আবার শিলিগুড়ি থেকে ছেড়ে কলকাতা পৌঁছবে ।

পুজো হোক বা বছরের অন্য কোনও ছুটির সময় শিলিগুড়ি বিশেষ করে শিলিগুড়ি অন্যান্য জায়গাগুলোতে যাওয়ার জন্য একটি গেটওয়ের মত কাজ করে শিলিগুড়ি ৷ তাই এই রুটে চাহিদা থাকে সবসময় । সেই চাহিদার কথা মাথায় রেখেই কলকাতা- শিলিগুড়ি রুটে বাসের সংখ্যা আরও বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই যাত্রীদের অনেকটা সুবিধা হবে । রাজ্য পরিবহণ বিভাগের নবনির্মিত ডিলাক্স বাস এই রুটে পরিষেবা দেবে । টিকিট কাউন্টারের পাশাপাশি অনলাইনেও বাসের টিকিট বুক করা যাবে।

সাধারণত এই রুটে সরকারি বাসের ভাড়া 400 টাকার কাছাকাছি হয় ৷ তবে নতুন বাসগুলি আরামদায়ক ও ডিলাক্স বাস হওয়ায় এবং বাড়তি পরিষেবার ব্যবস্থা থাকায় বাসের ভাড়া 500 থেকে 600 টাকার মধ্যে হতে পারে বলে জানানো হয়েছে । বাসের সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি ।
প্রসঙ্গত সারা রাজ্যে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার 20টি ডিপো মিলিয়ে বাসের সংখ্যা প্রায় 650টি । জানা গিয়েছে, যেএসবিএসটিসি-র আরও 90টি বাস পথে নামতে চলেছে । এই 90টি বাসের মধ্যে থাকবে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস তেমনই থাকবে সিএনজি বাসও।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details