নিউটাউন, 7 নভেম্বর : আগামী 16 বা 17 নভেম্বর অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা হতে পারে । সেই রায়ের প্রভাব পড়তে পারে ভারতের প্রতিবেশী দেশগুলিতেও । তাই সতর্কতামূলক ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে নিউটাউনে বাংলাদেশের তিন জেলার পুলিশ ও প্রশাসনের সঙ্গে গোপন বৈঠক হল । বাংলাদেশ প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী । তবে বৈঠকের বিষয়বস্তু তিনি খোলসা করেননি ।
অযোধ্যা রায়ের আগে ভারত-বাংলাদেশ বৈঠক নিউটাউনে - in the run up to Ayodhya verdict
ভারত-বাংলাদেশ-দু'দেশের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে নিউটাউনে একটি বৈঠক হয়েছে । সেখানে বাংলাদেশের তিন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা ছিলেন । উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যাখ্যা, প্রতিবছর বাংলাদেশের সঙ্গে ভারতের এই প্রশাসনিক বৈঠক হয় । এদিনের বৈঠক তেমনই একটি রুটিন বৈঠক । সেখানে সীমান্ত সমস্যা, বন্দি প্রত্যর্পণ, নদীর জলবণ্টন, অনুপ্রবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
NRC নিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোয় উত্তেজনা রয়েছে । এরই মধ্যে আগামী 16 বা 17 নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণার সম্ভাবনা । আদালতের রায় যে পক্ষেই যাক, তার প্রভাব পড়তে পারে পড়শি দেশেও । অতীতে অযোধ্যা ইশুতে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছিল । তাই এবার বিশেষ সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । পড়শি বাংলাদেশকে সঙ্গে নিয়েই অযোধ্যা রায়ের পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করতে চায় দিল্লি । তারই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বৃহস্পতিবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বৈঠক হয়ে গেল । ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা ও BSF-র পদস্থ আধিকারিকরা । ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বনগাঁ ও বসিরহাটের মহকুমাশাসক-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা ।
উত্তর ২৪ পরগনার সীমানা লাগোয়া বাংলাদেশের যশোর, খুলনা ও ঝিনইদহ--র জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন । উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, 'ভারত-বাংলাদেশ-দু'দেশের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে নিউটাউনে একটি বৈঠক হয়েছে । সেখানে বাংলাদেশের তিন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা ছিলেন ।' যদিও বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু বলতে চাননি । উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যাখ্যা, প্রতিবছর বাংলাদেশের সঙ্গে ভারতের এই প্রশাসনিক বৈঠক হয় । এদিনের বৈঠক তেমনই একটি রুটিন বৈঠক । সেখানে সীমান্ত সমস্যা, বন্দি প্রত্যর্পণ, নদীর জলবণ্টন, অনুপ্রবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।