পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Electrocution Death এসি সারাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মেকানিকের - kasba news

এসি মেশিন মেরামত করতে এসে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution Death) হয়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় এসি মেকানিকের ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷

Etv Bharat
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এসি মেকানিকের

By

Published : Aug 26, 2022, 7:44 PM IST

কলকাতা, 26 অগস্ট: বাড়িতে এসি মেশিন সারাতে এসে মৃত্যু হল মেকানিকের (A mechanic died due to electrocution while repairing AC)৷ ঘটনাটি ঘটেছে কসবা থানার (Kasba Police Station) অন্তর্গত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে ৷ মৃত মেকানিক হাওড়ার উৎপল পাত্র (24) ৷

জানা গিয়েছে ওই এলাকায় একটি বাড়ির এসি মেশিন খারাপ হয়ে যাওয়াতে সেটি মেরামত করতে এসেছিলেন ওই এসি মেকানিক । যখন তিনি এসির বাইরের ইউনিটটি মেরামত করছিলেন ঠিক সেই সময় পাশেই থাকা হাইটেনশন তারের সংস্পর্শে আসে তাঁর শরীর ৷ স্পর্শ হতেই ছিটকে নীচে পড়েন তিনি ৷ সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা এবং সংশ্লিষ্ট পরিবারের তরফ থেকে ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি (A mechanic died due to electrocution)। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন :ছাদে পতাকা বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের

বাড়ির ঠিক সামনেই কীভাবে হাইটেনশন তার এলো ? তাহলে কি সংশ্লিষ্ট বাড়ির প্ল্যানিংয়ে কোনও গাফিলতি ছিল ? ঘটনায় ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । পুলিশ সূত্রের খবর, ঘটনাটি পৌরসভা এবং বিদ্যুৎ দফতরকে জানানো হয়েছে ।

ইতিমধ্যেই কসবা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে । পাশাপাশি সংশ্লিষ্ট গৃহকর্তার সঙ্গেও কথা বলছেন কসবা থানার পুলিশ আধিকারিকরা ।

আরও পড়ুন :জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের, চাঞ্চল্য হরিদেবপুরে

ABOUT THE AUTHOR

...view details