কলকাতা, 26 অগস্ট: বাড়িতে এসি মেশিন সারাতে এসে মৃত্যু হল মেকানিকের (A mechanic died due to electrocution while repairing AC)৷ ঘটনাটি ঘটেছে কসবা থানার (Kasba Police Station) অন্তর্গত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে ৷ মৃত মেকানিক হাওড়ার উৎপল পাত্র (24) ৷
জানা গিয়েছে ওই এলাকায় একটি বাড়ির এসি মেশিন খারাপ হয়ে যাওয়াতে সেটি মেরামত করতে এসেছিলেন ওই এসি মেকানিক । যখন তিনি এসির বাইরের ইউনিটটি মেরামত করছিলেন ঠিক সেই সময় পাশেই থাকা হাইটেনশন তারের সংস্পর্শে আসে তাঁর শরীর ৷ স্পর্শ হতেই ছিটকে নীচে পড়েন তিনি ৷ সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা এবং সংশ্লিষ্ট পরিবারের তরফ থেকে ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি (A mechanic died due to electrocution)। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন :ছাদে পতাকা বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের