কলকাতা, 26 সেপ্টেম্বর: ফের শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ৷ টালিগঞ্জের বাসিন্দা গৃহবধূ প্রিয়া রায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর ৷ তিনি টালিগঞ্জে এম আর বাঙুর হাসপাতালে ভরতি ছিলেন ৷ 28 বছরের প্রিয়া রায় টলিগঞ্জের খানপুর রোডের বাসিন্দা ৷ গত রবিবার থেকে হাসপাতালে ভরতি ছিলেন তিনি ৷ মঙ্গলবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷ বেসরকারি মতে ওই গৃহবধূকে নিয়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল 45 ৷
হাসপাতাল সূত্রে খবর, গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন ওই গৃহবধূ ৷ তাঁর রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গির জীবাণু ধরা পড়ায় দ্রুত এমআর বাঙুর হাসপাতালে ভরতি করানো হয়েছিল ৷ রক্তের প্লেট-লেট কমে যাওয়ায় শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করা বন্ধ হয়ে যায় বলে হাসপাতাল সূত্রে খবর ৷ এর পর আজ সকালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং মারা যান ওই গৃহবধূ ৷
স্বাস্থ্য দফতরের তরফে গত এক সপ্তাহের ডেঙ্গি আক্রান্ত ও মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা রীতিমতো চাঞ্চল্যকর ৷ সূত্রের খবর, সেই রিপোর্টে দেখা গিয়েছে গত সাতদিনে ডেঙ্গিতে 7 হাজার 670 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৷ আর 20 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত 35 হাজার 737 জন ৷ এই অবস্থায় স্বাস্থ্য দফতর থেকে গত শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ৷