পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Garfa Health Center সরকারি স্বাস্থ্যকেন্দ্র যেন নেশার মুক্তাঞ্চল, নাজেহাল গড়ফা

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এখন যেন নেশার মুক্তাঞ্চল । কোনও অখ্যাত গ্রাম নয় খাস মহানগরের গড়ফার এই ভয়াবহ ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে (Govt Premises is Now a Free Zone for Addicts)

Garfa Health Center
সরকারি হাসপাতাল চত্ত্বর নেশাগ্রস্থদের মুক্তাঞ্চল

By

Published : Aug 22, 2022, 8:26 AM IST

Updated : Aug 22, 2022, 9:38 AM IST

কলকাতা, 22 অগস্ট: দীর্ঘদিনের অব্যবহৃত সরকারি জমি । আর সেটাই এখন সমাজ বিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। রাজ্যের কোনও অখ্যাত গ্রাম বা শহরতলির নয়,এই ছবি খাস কলকাতার। মহানগরের 106 নম্বর ওয়ার্ডের সহায়ক স্বাস্থ্যকেন্দ্রে বেলাগাম উৎপাত রুখতে নাগরিকদের পুলিশের কাছে অভিযোগ জানানোর আবেদন করে পোস্টের দিয়েছেন কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Local Councilor Asked Citizen to Get In Touch With Police )।

বামফ্রন্ট আমলে দক্ষিণ কলকাতার সংযুক্ত এলাকা গরফায় প্রায় 15 কাঠা জমির উপরে তৈরি হয়েছিল গড়ফা সহায়ক স্বাস্থ্যকেন্দ্র । দেখভালের অভাবে জরাজীর্ণ হয়েছে এই স্বাস্থ্যকেন্দ্র । আশপাশের জমি ভরে গিয়েছে আগাছায় । ভগ্নপ্রায় ভবনে চিকিৎসাও প্রায় লাটে উঠেছে । শুধু টিমটিম করে চলছে যক্ষার চিকিৎসা । চিকিৎসক বা নার্সদের থাকার ভবনগুলো এখন পরিত্যক্ত । দিনে দুপুরেই এখানে নেশার আসর বলে অভিযোগ। অন্ধকার নামলে আরও বাড়ে উৎপাত । সবমিলিয়ে সমাজ বিরোেধীদের মুক্তাঞ্চল এই স্বাস্থ্যকেন্দ্র । স্বভাবতই নাজেহাল স্থানীয়রা। বহু চেষ্টা করেও এই পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি । শেষে স্থানীয় কাউন্সিলর পোস্টার দিয়ে নাগরিকদের কাছে আবেদন করেছেন ওই স্বাস্থ্যকন্দ্রে কাউকে নেশা করতে দেখলেই 100 ডায়াল করে ফোন করুন পুলিশকে ।

সরকারি স্বাস্থ্যকেন্দ্র যেন নেশার মুক্তাঞ্চল

আরও পড়ুন:নেই চিকিৎসা ব্যবস্থা, ধুঁকছে জরাজীর্ণ গদারডিহি গ্রাম স্বাস্থ্যকেন্দ্র

কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরের কথায়, বিরাট জমি এভাবে পড়ে রয়েছে । অথচ এলাকা জুড়ে পানীয় জলের সংকট আছে । তাই একটা বুস্টিং সেন্টার করা যেতে পারে এখানে । স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি হল করার সুযোগ আছে । জলাশয়টিকে মাছ চাষের জন্য ভাড়াও দেওয়া যেতে পারে বলে তিনি মনে করেন ।

Last Updated : Aug 22, 2022, 9:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details